Monday, December 22, 2014

শীতের সন্ধ্যায় আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা
তারার নিচে বাতাস বয়ে যায়
আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা

সময় কি আমাদের স্বপ্ন দেখাবে
নাকি নিয়ে যাবে আরও দূরে
চল ভাবি এই আশায় একসাথে হাত ধরে
সেই রোদজ্বলা মিষ্টি শীতের ভোরে বিকেলে

আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা
আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা

এতো কিছু কি আমাদের আজ হওয়ার কথা
ভাবছি যা সময়টা নিয়ে যায় অযথা

______________________
'লুকিয়ে থাকার কথা'


Saturday, December 20, 2014

এই এইখানে হাত রাখো এইটুকু ছুঁয়ে দ্যাখো অজস্রবার
ঐখানে আঙ্গুল রেখে দাঁড়ি কাটো, আঁকো তুলো ও প্রজাপতি
নিজের গরমজামা ভেদ করে নিজেরই পিঠের গরমে হাত রাখো, দ্যাখো একইভাবে পুড়ছে
আঁটসাঁট আমার সমুদ্ররা অনেককাল ঘুমাচ্ছে উতলা রক্তের সাথে উচ্ছ্বাসের পরিচয় ভয় আজ
প্রতিটি নরমে হিম হয়ে যাবে আঙ্গুল অশালীন
ছোঁও আবার, অজস্রবার      

Tuesday, December 16, 2014

- That's something that would come out in a trial.
- There's not gonna be a trial. There's not gonna be an arrest. And there's not gonna be an investigation. Mine's gonna be one of the 700,000 untested rape kits, so I started this website.
- Do you know who Sloan Sabbith is?
- Sure.
- She's my girlfriend.
- Well done.
- About, I don't know, a year and a half ago, she was dating this guy and they broke up and he was pissed. She'd posed for him, some naked pictures, and he posted them on a site called RevengePorn.com. I remember. What did she do? She broke his jaw, but I'm not recommending that. 
- This isn't revenge. It's a warning. It's a public service. Do not go on a date with these guys. Do not go to a party with these guys. Do not give these guys a job ever. Wait, they're avoiding jail and you think I'm being too harsh?
- Don't you think there's a chance that somebody's gonna use the site as revenge? That somebody's gonna make up a story and ruin a kid's life? Jeff got into Stanford Medical School. Not anymore.There were NFL teams looking at Brandon. Not anymore.
- Yeah, you can imagine how sad that makes me.
- Don't you think there's a chance that somebody, a woman who feels rejected...
- Yeah, bitches be bitches.
- I get it. I'm just saying that if a grown man who works in arbitrage at one of the biggest banks in the world can post naked pictures of his ex on RevengePorn.com...
- Yes, I think there's a chance and I've weighed the cost benefit. I have. If another girl got raped because I didn't say anything or because someone else didn't say anything...
- I know.
- You don't know.
- And you're right about that, too.
- Then what am I wrong about? What am I wrong about?

________

- The law is plainly failing rape victims. That must be obvious to you. It is, but in fairness, the law wasn't built to serve victims.
- In fairness?
- I know.
- Do you believe me?
- Do I believe you? Of course I do. 
- Seriously.
- I'm not here on a fact-finding mission. 
- I'm just curious. Be really honest.
- Okay. I've heard two competing stories. One from a very credible woman who as far as I can see has no reason to lie. The other from a guy I judge to be a little sketchy who has every reason to lie and I am... I'm obligated to believe the sketchy guy.
- This isn't a courtroom. You're not legally obligated to presume innocence.
- I believe I'm morally obligated.
- You know, you're a good guy, but do people tell you a lot that your head's up your ass?
- They do, and I absolutely allow for that possibility. I'm the guy who goes around saying OJ's not guilty because a jury said so.
- I'm not gonna get a jury.
- I know, and I can imagine how frustrating...
- No, you can't imagine.
- No, I can't. But it is a huge, dangerous, scary-as-shit mistake to convene your own trial in front of a television audience where there's no due process, no lawyers, no discovery, no rules of procedure, no decisions on admissible evidence, threat of perjury, confrontation of witnesses or any of the things we do...
- To ensure that rapists go to Stanford Medical School.
- To ensure an innocent person isn't destroyed.
- The law can acquit.
- The Internet never will. The Internet is used for vigilantism every day. But this is a whole new level and if we go there, we're truly fucked.
- I'm not a vigilante.
- Do you want to live in a world where...
- Do you want to hear the advice I get? I mean, this is real advice. In pamphlets. Say you have a boyfriend. Wear a wedding ring. I'm supposed to protect myself from a man by pretending I'm the
property of another man. And, of course, there's no shortage of good fashion advice.
- Mary.
- When you came in here, you wanted to go to a public place because you were scared I'd cry rape. I'm scared of getting raped. I'm scared all the time. All the time. So you know what my site does? It scares you. It scares the living shit out of any guy who thinks even once about putting his hands on someone without an invitation.
- You're right to name your attacker. You may even be obligated to. But the site is gonna clobber an innocent person and there is no chance that it won't. And if you face off with the guy you've accused on TV, it is going to be a lawless food fight with irreversible, irretrievable consequences. Teams will be formed, you will be slut-shamed, and you won't get the justice you're looking for. That's why I'm asking you to refuse.
- I don't understand why you need me to refuse. It's your show. Why don't you just not do it?
- I've been overruled. It's a promotable story that'll bring in a younger audience. 
- I don't have a problem with that. 
- It's sports, Mary. It'll be covered like sports.
- I'm gonna win this time.
- All right.
- Thanks for hearing me out.
- We'll be in touch with you.

______________________________________________
The Newsroom S03E05

'Justice has been hijacked by the media' | NUJS

Saturday, December 13, 2014

এ মনের ভাব একদিনে হয় নাই। কত রূপে কত সাজেই যে বন্যপ্রকৃতি আমার মুগ্ধ অনভ্যস্ত দৃষ্টির সম্মুখে আসিয়া ভুলাইল! - কত সন্ধ্যা আসিল অপূর্ব রক্তমেঘের মুকুট মাথা, দুপুরের খরতর রৌদ্র আসিল উন্মাদিনী ভৈরবীর বেশে, গভীর নিশীথের জ্যোৎস্নাবরনী সুরসুন্দরীর সাজে হিমস্নিগ্ধ বনকুসুমের সুবাস মাখিয়া, আকাশভরা তারার মালা গলায় - অন্ধকার রজনীতে কালপুরুষের আগুনের খড়গ হাতে দিগ্বিদিক ব্যাপিয়া বিরাট কালীমূর্তিতে। (১৬)


আমি পাকুড় গাছের ঘন ছায়ায় দাঁড়াইয়া যখন যখন জয়পালের সঙ্গে কথা বলিতাম, তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলের নিবিড় শান্তি ও গৃহস্বামীর অনুদ্বিগ্ন নিস্পিহ ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত। ছুটোছুটি করিয়া বেড়াইয়া লাভ কি? কি সুন্দর ছায়া এই শ্যাম-বংশী বটের, কেমন মন্থর যমুনাজল, অতীতের শত শতাব্দী পায়ে পায়ে পার হইয়া সময়ের উজানে চলিয়া যাওয়া কি আরামের! (৩৩)        


যাক না ঘোড়া আস্তে বা জোরে, শৈলসানুতে যতক্ষণ প্রথম বসন্তে প্রস্ফুটিত রাঙা পলাশ ফুলের মেলা বসিয়াছে, পাহাড়ের নীচে, উপরে, মাঠের সর্বত্র ঝুপসি গাছের ডাল ঝাড় ঝাড় ধাতুপফুলের ভারে অবনত, গোলগোলি ফুলের নিষ্পত্র দুগ্ধশুভ্র কাণ্ডে হলুদ রঙের বড় বড় সূর্যমুখী ফুলের মত ফুল মধ্যাহ্নের রৌদ্রকে মৃদু সুগন্ধে অলস করিয়া তুলিয়াছে - তখন কতটা পথ চলিল, কে রাখে তাহার হিসাব? (৩৭)


জ্যোৎস্না আরো ফুটিয়াছে, নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য, চারিধারে চাহিয়া মনে হয় এ সে পৃথিবী নয় এতদিন যাহাকে জানিতাম, এ স্বপ্নভূমি, এ দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রে, তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু, বনের ফুল যারা ভালবাসে না, সুন্দরকে চেনে না, দিগ্বলয়রেখা যাদের কখনও হাতছানি দিয়া ডাকে নাই, তাদের কাছে এ পৃথিবী ধরা দেই না কোন কালেই। (৪৩)  


কিন্তু অনন্যমনা হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাক, তাঁর সর্ববিধ আনন্দের বর, সৌন্দর্যের বর, অপূর্ব শান্তির বর তোমার উপর অজস্রধারে এত বর্ষিত হইবে, তুমি দেখিয়া পাগল হইয়া উঠিবে, দিনরাত প্রকৃতিরানী তোমাকে শতরূপে মুগ্ধ করিবেন, নুতন দৃষ্টিতে জাগ্রত করিয়া তুলিবেন, মনের আয়ু বাড়াইয়া দিবেন, অমরলোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন। (৬৪)

জনশূন্য বিশাল লবটুলিয়া বইহারের দিগন্তব্যাপী দীর্ঘ বনঝাউ ও কাশের বনে নিস্তব্ধ অপরাহ্নে একা ঘরার উপর বসিয়া এখানকার প্রকৃতির এই রূপ আমার মনকে অসীম রহস্যানুভূতিতে আছন্ন করিয়া দিয়াছে, কখনও তাহা আসিয়াছে ভয়ের রূপে, কখনও আসিয়াছে এক নিস্পহ, উদাস, গম্ভীর মনোভাবের রূপে, কখনও আসিয়াছে কত মধুময় স্বপ্ন, দেশবিদেশের নরনারীর বেদনার রূপে। সে যেন খুব উচ্চদরের নীরব সঙ্গীত - নক্ষত্রের ক্ষীণ আলোর তালে, জ্যোৎস্নারাতের অবাস্তবতায়, ঝিল্লীর তানে, ধাবমান উল্কার অগ্নিপুচ্ছের জ্যোতিতে তার লয়-সঙ্গতি। (৬৫)


আর কী সে জ্যোৎস্না! কৃষ্ণপক্ষের স্তিমিতালোক চন্দ্রের জ্যোৎস্না বনে-পাহাড়ে যেন একশান্ত, স্নিগ্ধ, অথচ এক আশ্চর্য রূপে অপরিচিত স্বপ্নজগতের রচনা করিয়াছে - সেই খাটো খাটো কাশ-জঙ্গল, সেই পাহাড়ের সানুদেশে পীতবর্ণ গোলগোলি ফুল, সেই উঁচুনিচু পথ - সব মিলিয়া যেন কোন বহুদুরের নক্ষত্রলোক - মৃত্যুর পরে অজানা কোন অদৃশ্য লোকে অশরীরী হইয়া উড়িয়া চলিয়াছি - ভগবান বুদ্ধের সেই নির্বাণলোকে, যেখানে চন্দ্রের উদয় হয় না, অথচ অন্ধকারও নাই। (৬৭)


চারিধার নীরব নিস্তব্ধ -পূর্ব তীরের ঘন বনে কেবল শৃগালের ডাক শোনা যাইতেছিল - দুরের শৈলমালা ও বনশীর্ষ অস্পস্ত দেখাইতেছে - জ্যোতস্নার হিমবাতাসে গাছপালা ও ভোমরা লতার নৈশপুষ্পের মৃদু সুবাস ... আমার সামনে বন ও পাহাড়ে বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হ্রদের বুকে হৈমন্তী পূর্ণিমার থৈ থৈ জ্যোৎস্না ... পরিপূর্ণ, ছায়াহীন, জলের উপর পড়া, ক্ষুদ্র ক্ষুদ্র বীচিমালায় প্রতিফলিত হওয়া অপার্থিব দেবলোকের জ্যোৎস্না ... ভোমরা লতার সাদা-ফুলে-ছাওয়া বড় বড় বনস্পতিশীর্ষে জ্যোৎস্না পড়িয়া মনে হইতেছে গাছে গাছে পরিদের শুভ্র বস্ত্র উড়িতেছে ... (৭৩)

       
_____________
প্রস্তাবনা - অষ্টম

Laughter settled on hedges and the dry mist. In the strict sweeps of draught the red shine of the big letters of advertisements froze and got struck on the wonders of the eyes peeping out into the city which tucked over its quilt. The glad miscreants, the smokers of the Quidish tobacco, and foxtrot dancers could no longer be seen. Together the two chased the fading daylights and returned home, where fur-lined sleep with a sponge touch of ice was awaiting them in warm hearth. 
বিমগ্ন উদাসীন
_________________


কোথায় হারালো রে আমার মন
কোথায় পেল মনের মতো ঠাই
দূরে বহুদূরে যেথা আকাশ নেমে আসে
সবুজ ধান খেতের সীমানায়

আমার নাগরিক মনে ঝড়ের হাওয়া লাগে
বাঁধনগুলো তখন টুটে যায়
আমি জানি চিরদিন জলে ভাসে মেঘছায়া
নদীর ধারা সাগর পানে ধায়

গভীর রাতে ঘুমের শহরে
যখন আলো হটাৎ নিভে যায়
ঘরের দরজায় কাঁপে মোমের আলোছায়া
চাঁদের আলো দাঁড়ায় জানালায়

কোথায় হারালো রে আমার মন

Sunday, December 7, 2014

পশমের সেই ভাঁজে একের আরেকের কারুসাজে লুকিয়ে থাকা দানারা জড়তার আব্বুলিশ মেখে গহনে ভেড়ে, চামড়ার উপরিস্তরে ভীতির আর্দ্র হিম ও সঙ্কোচে কেঁপে ধরা দেয় না তাই অসহায় অঙ্গুলিসঞ্চারে হারিয়ে ফেলা, আবার, জোড়ায় জুড়ে থাকা খসখসে মোমগুঁড়ো। আমার আঙ্গুলের মাথা যতটুকু প্রশ্বাসে ঐ শহরের মানচিত্র ও নালিনালা, মানুষের গতিপথ ও কালের সজীব স্বচ্ছতোয়া শিখে নিচ্ছে, ঘাম, যা কি না জলের অনুভূতি, আমার আলতো আঙ্গুলের বর্ণচোরা গলে জড়িয়ে তন্তু বিস্তার করে অসম্ভব শীতল হয়ে আসাটায়। কিছুকালের সেই অসঙ্গতি, প্রান্তের লাল বা ফিকে বাদামি জলাধারের পথ, আলগা বিসম্বাদের কাঁটা শিউরে খানিক দমে যায়। পাহারিয়া টিলায় উচ্চতার মাপ কেটে কেয়ারি সবুজতায় আবাদি। উড়োজাহাজের হাজার ত্রহ্যস্পর্শে চুম্বক পেয়ে ঘুরে গেছে চাকা। এঁকেবেঁকে দিব্য হেরে যাওয়া বৃত্তের স্বাধীনতায়। অথবা মাতালের আধোব্যাঞ্জনা। অস্ফুট বা বদ্ধ অধরের আচমক উচ্চারণে যত ধ্বনি ফেটে নক্ষত্র বা নভোনীলে কেটে যায় ধুসর শলাকা, তেমনই মিহি রেখাসম্পাত। সেই শহরের সারেঙ্গিসুর মধুছায়া শতদীপে উজ্জ্বল, কিছু মোহনায় ঘোলাটে ছিপ বুদ্বুদে রাজরশ্মির উদ্দমতায় কি নিন্দা, বা স্রোতসঙ্গমের উথালিপাতাল। এ শতাব্দীতে গোলাপির রহস্য থেকে যাবে, কঠিন নির্গন্তব্য সে দোহারের দোপাটি। ছিন্নমূল রেলগাড়ির আজান প্রাণ ছোঁওয়ায় একাগ্র চাষি সিড়িঙ্গে একবগগা তালের ঝাড়ে মাঠময় তবু দ্যুতি উথলিয়ে আঁচড় এলোমেলো খেলে না পাকা ধানের বা জলডিঙ্গির গাঢ় জলে। যেতে পারত, মন চায় যেরূপ, ঘাট অথবা পিলসুজের ক্রোশে, লাইন পাতা তার দিক থেকে ধুসরে। নিশ্চয়ই সেখানে শামুকের তাচ্ছিল্যে, সময় থামে, আর খসে পরে তার বহু জারিজুড়ো। সেই শহরের হিমজিজ্ঞাসায় শতাধিক রক্তপ্লাবন আসে, তবু দম না ভেঙ্গে বিন্দুর স্বেদুক্তি দিয়ে অবর্ণনীয় ঘূর্ণনের আস্ফলন। ছি স্নায়ুর ইতরামি, কোথায় লুকিয়ে আধোঘুমের উপশিরা, হয়তো বা জেগে আছে, কাতর লালিত্যে। সে শহর গুতিয়ে নেয় সব মহড়া, ঝাঁপ ফ্যালে সব আয়োজন ও মিশিয়ে যায়। আত্মলাজে হতবাক চমকে জাগে, রক্তে আসা যাওয়ার মাঝে যে বক্র হাহাকারের শুকতারায়  জলছাপ, একটা হাত আরেকটা হাত রোষে ধরার পিঠোপিঠি নকশায়, স্মরণে ও স্পর্শে, এক শীতের নির্বিকল্প শুষ্কতায় সে যে বড় জটিল এক অসুখ।          
কেন ওপরে তাকালে
কেন বাঁশি নিলে সুরের কিনারায়
এখুনি জল ছুঁয়ে জাগবে অধরের শ্বাস বারোমাস

স্বপ্নের সাদা রং আর কার ঘুমে যায়
বুকে শুরু হয় ছোট্ট তিল ঠোঁট সোনারুপো খায়
তুলোফুল বোঝে আঙ্গুল, রোগা পথ আপনজন
মরা গাছ কি ছোঁয়াচ পেয়ে ডাকছে

কেন এভাবে ভাসালে
কেন এঁকে নিলে সুধের কালো ঝিল
এখুনি রেলগাড়ি শিখবে শাঁখেদের সুর যতদূর

অকারণ নুড়ি ঘর এল হরিণের মাস
রোদে রিন রিন খেলনা দিন মেঘে জানালাবিলাস
একা চুপ সুরেলাধূপ ছায়াপথ সারাক্ষণ
ব্যথাদাগ কি সোহাগ ছুঁয়ে ডাকছে

কেন এভাবে তাকালে
কেন বাঁশি নিলে সুরের কিনারায়
এখুনি মেঘ ধুয়ে নামবে কুমারীর ঘ্রাণ দিনমান

______________

Saturday, December 6, 2014


(35)
It is so strange, she concluded after they had exhausted all the wild beasts lurking in the forest of their flesh, that love and loathing, joy and distress, quietness and noise, all eventually blur and one is left wondering where one started and the other ended.   

(42)

The scatter of golden light, in the pitch darkness, unveiled with gratifying clarity what the couple had created: exquisitely molten eyes, the fragile incline of nose, and already, a clavicle of such elegance that lovers will expound its winged merit in letters years from now. However, it was more than his physical loveliness which overcame her: the awareness that this former tenant of her womb was a melange of their moods and dreams and history elicited in her a love for Vardhmaan, which she had not anticipated childbirth - of all experiences - might forge.  

(61)
At that moment, it struck Anuradha, that years from now, in the larger scheme of life, it would not be the evident things, or things of measure, but the impalpable, unmattering inklings which stay with them for ever: promises we ought never to have made, words that shouldn't have been spoken, glances we should not have cast. 

(62)
Is there for such an hour of the evening, a song? A song, whose note or phrase will take me by the arm, slip its finger into mine, and lend a space inside of which this occurrence might occur? 
A song of our time? A song of dusk? 

(72) 
Each night his stallion's legs shuddered as he rammed Edward again and again, such gentle violence, such refined debauchery, until all of Edward melted like the frost on the grass and felt he was everywhere: a liquid of flesh spreading over the bed sheets, over the Indian's sweating body, over the floor. 
'Does it hurt?'
'All love hurts,' Edward answered, dripping with sweat in the unreasonably cold English night. 

(73)
That evening their lovemaking was urgent and insane and, conducted to the melodic, circular cries of the black cuckoo, it was infused with a lyrical quality neither had encountered before. As he watched his lover grit his teeth with passion, Edward thought: I am Desire's secret, And Love's pariah.

(87) 
'There are losses to mourn and songs to sing. Oh, look, Anuradha, the rains are here!' Indeed, startingly silver spears of rain ambushed down, changing the topography instantaneously; the red earth heaved its arid chest to the liquid embrace of the mausam. 

(115)
But the honeymoon was long over, and now, when she gazed upon all that had happened afterward, she was overwhelmed by the realisation that the only purpose of innocence was that it had to be lost, and the most defining characteristic of love was that it must be longed for.


(166) 
As the train rolled into motion, the dusty city started to fade like the ellipsis points in a plaintive verse, and soon they were immersed into the blurs of countryside vignettes: white Bramha bulls tilling loamy black earth: crested egrets in the rice fields.

(198) 
'It's bigger than us,' Anuradha accepted. 'So we confuse ourselves over it. And of course, its vastness overwhelms. But then that is the only lesson in life. How to love. How to love well, with a detached eye but a concerned hand. How to understand and surrender to its countless contradictions. Most importantly, though, how to never stop loving.'

(251)
'People tear. Did I ever tell you that? We break and tear. Like cloth and furniture and everything in between.' Her voice was a curious blend of reverie and disdain. 'Awful truth is, we're in this alone. And there's no help coming. Of course I don't have any answers. But getting someplace with thirty-six bedrooms to hide in is definitely the way to bet. Now tell me what you think, lilies for my hair or white hibiscus?' 

_______________
LSD-SDS
পাঁচী আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না। পাঁচীর দিকে তাকাইয়া সে বলিল, 'দেখছস? কেডা কারে খুন করল দেখছস? তখন পই কইরা কইলাম; মিয়াবাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার লারবা গো, ছারান দেও। শুইনে মিয়াবায়ের অইল গোসা? কয় কিনা, শির ছেচ্যাঁ দিমু। দেন গো দেন, শিরটা আমার ছেচ্যাঁই দেন মিয়াবাই -' বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গভরে মাথাটা একবার নত করিয়া ভিখু মাথা দুলাইয়া হ্যা হ্যা করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, 'ঠ্যারাইন বোবা ক্যান গো? আরে কথা ক' হাড়হাবাইতা মাইয়া। তোরেও দিমু নাকি সাবাড় কইরা, - অ্যাঁ?'

____________
ভাপা। ধ্যানবিন্দু। আলোকোজ্জ্বল সুবেষ্টিত হন্টনপরিসর ও প্রমোদসরণী।  

Monday, November 24, 2014

'Crawl into your arms
Become the night forever
Coiled and close, the moment froze
Deform to form a star
Here on earth together
I got time to share and a well used stare'

'The way we uncoil
Return to the soil
Flaws are everything and chaos reigns'

Saturday, November 22, 2014

নেশা
----------

চাঁদ জাগা রাতে এক গলিতে
অচেনা রাগ চেনা আর শোনাতে
কুকুরের গলা ফাটা চিৎকার
আমি বলি ধুত তেরি হাহাকার

ছায়া বলে আমি নেই আমাতে
ঠিক ঠিক চলে যাবো বাড়িতে
বাড়ি বাড়ি পাড়া জুড়ে হাজারে
এলোমেলো ক্লান্ত আমি বাবা রে

ঠিকানা যাক আজ রাতে হারিয়ে
এক পা করে দিচ্ছি পা বাড়িয়ে
নেশা নেশা ঘুম চোখে আমি যে
ছায়া বলে রাজা তুমি জানো কে

কোন ঘরে জ্বলা আলো নিভে যায়
কে জাগে এত রাতে কি যে গায়
মেঘ নদীতে নষ্ট চাঁদ মুখ ঢাকে
অন্ধকারে দুষ্টু হাসি কে ডাকে

______________________________________________________


নগর ফিলোমেল
---------------------

একদিন সুতানুটি ছেড়ে ডানা মেলে উড়ে গেছি তারাভরা আকাশের নীচে
সেই থেকে প্রতিদিন সে শহরে চোখে পরে
প্রাণহীন তোমাদের মুখ
বোঝো না কেন যে মিছিমিছি ঘরে তুলে নিয়েছ অসুখ

নগর ফিলোমেল

পায়রা আতর মেখে হারিয়েছে আকাশে
টাকার তৈরি ঘুড়ি কেটে গেছে বাতাসে
ধীরে ধীরে এইখানে দেনা বেড়ে ঘুন ধরে
ভেঙ্গে পড়ে আর কাঠ শ্যাওলা ইটের দেওয়াল

আর অবিরাম গড়ে চল দিকহীন শহর চাকা

আসে যায় বারবার শুক-শনি-রবিবার খুঁজে ফেরো পরশপাথর
লটারিটা বেচে মোরা বলি দাও পাঁঠাজোড়া তবু সুখ মেলা ভার শুক-শনি-রবিবার

আমরা গান গাই যে সুরে সেই সুর বাজে সারা প্রাণ জুড়ে
যত অসুখ এসে সুর হয়ে যায়
মিছে শুধু খুঁজে ফেরো পরশপাথর

নগর ফিলোমেল


___________________________________________________



Friday, November 21, 2014

'Tongue-tied and twisted, just an earth-bound misfit, I'

Thursday, November 20, 2014

The bodies entwined in some kind of passion, played out by the sweat of the night. Fearless were the bites dug in, Were they seeing each other, or was the passion driving them to do things. Like gnawing and grasping, tugging and tapping. The freckles against the smoothed hair. The fluidity against stop-continuum of time. But that was dark. Does it change if they are blindfolded and it was all light?  

Thursday, November 13, 2014

কিছু তো প্রত্যয় থাকে (যেমন যার) -
তুই প্রলাপ পাঠালি
(তাই সই) ওড়া নীল পাপড়ি বয়ামে জমাই। যত্নে আকাশপ্রদীপ জ্বালি।

রাংতায় মোহময়ী তারাদের শুকরগুজার
চিকিচিকি স্বপ্ন। জোছনার সৈকতে একরাশ অবক্তব্য, রাতগন্ধ, বালি।

হাতে হাত রাখি, অস্থির শিরায় জলপরী। নিচে জড়তার মাটি, ওপরে আঁধারের চালাকি।

মোটামুটি আনমনা রোদ আমার,
দুছটাক বারিশ - কেউ কোত্থাও নেই - সাতরং হয়ে জন্মালি। 

Sunday, November 2, 2014

"স্টেটসম্যানে একজন জারনালিস্ট ছিল, ভালো লিখত, নাম ছিল বুড়োশিব দাশগুপ্ত।" 

Thursday, October 30, 2014

আজ আবার অনেকক্ষণ বসে আমরা। উৎসের লেখা অনেকটাই হয়ে এসেছে, মনে হয়। কষে চেপে রাখা মুখটা ছোট্ট হয়ে গেছিল, বিবর্ণ ঘৃণা, কবিতা হয়ে বেরিয়ে শিথিল হচ্ছে স্বাভাবিক। ওর কোলে শুয়ে শঙ্খিনী সকাল দেখছে। হাল্কা নীল রঙের শাড়িটা পরে এসেছে। আমরা 'অস্তরাগ' নিয়ে আলোচনা করছিলাম। সুব্রত বিকানেরের কথা তুলল। আজীবন নতুন নকশা খুঁজে যাবে, যেমনটা বেখেয়ালে ভেবে রেখেছে। অবশ্য সাম্য যে ভুল ছিল ও কথা বলায়, তাতে সবাই একমত। বিলাসিতার প্রশ্নই বা আসে কোথা থেকে? যে অ্যাজেন্ডা নিয়ে শুরু হল কনভেনশন, তার বিরুদ্ধ স্রোতে সবাইকে টেনে নিয়ে চললে সমালোচনার মুখে পড়তে হবেই। এরই মধ্যে আন্দ্রেই বুরহানের প্রসঙ্গ ঢুকিয়ে দিল। যাকগে! ঝড়ের গতিতে শিলাদিত্য এল, হাতে একগাদা কদমফুলের থোকা। কার কত রোয়াব আছে যে ওকে টলায়? মনে মনে হাসি পায়, আবার মায়াও লাগে। বড় আদুরে হচ্ছে সন্ধের শব্দেরা।  বেয়াদপ হাওয়াটাও পাগলামিতে সায় দেয় মাঝেসাঝে, যেমন এখন। কোন সন্ধ্যাই সঙ্গীতহীন হয় না। আজ বহুদূরে বাদামবিক্রেতা। নোনা চকচক করছে পিতলের পাত, কার আসা যাওয়ার পথে। কারোর স্বর বিড়বিড় করে যাচ্ছে অচেনা অক্ষরদল। কে গাইছে রে, আমি তো শুনছি না। আমার পদ্মপাতায় শিশিরের রামধনু নেই। কেন বলত? একদিন সত্যিই কোথাও চলে যাবো যেখানে দরবেশিরা ধুলো মেখে কাঁদে। আছড়ে পিছরে ধুলো খায় যন্ত্রণা। রাধার কি মুক্তি, না, মৃত্যুর শিহরনে মুক্তি। ওই যে শীত এল বলে, একবারটি তাকিয়েই দ্যাখ না, সন্দীপন।    

Saturday, October 25, 2014

আবার বিন্দু। পাঁচফোড়নের সাংঘাতিক। মাড়ির আড়ালে আনমনা রক্তচিনি। যে আলোয় নবীনারা চন্দ্রাহত হয়। জানলা খুলতেই নেমে আসে খড়গ। ছররা ছররা গুলি করে অসংখ্য। দেওয়ালে। বাঁশ বেয়ে নেমে আসে তড়িৎ। সাদা হিলহিলে সাপিনী। অসংখ্য কাঁটাতারের জিম্মেদারি। সঙ্ঘমিত্রা। তবে এখন নিশা। জলভাত খেয়ে ঘুমিয়েছে। তা'বলে কি কিছু বলবার নেই? কোনো মায়া নেই শাঁখায়, প্রেতিনী। আফিম। আধপুরানো চিতায় চন্দনক্লেশ। এই নির্ভার আমোদ। ছাইকলঙ্ক। তোমাকে লিখিয়ে নিচ্ছে কাঁপুনি। হিমশব্দেরা। অভিলাষ ফুলসাজিতে অক্ষর। কাঁচের গুড়োয় তারামুখর। বল, আর কি বা চাইতে পারে রাত্রি? জ্বরলাগা তীব্র অসুখ। জন্মাবধিকাল। কার কান্না জন্মায়। কার নখে আগলে থাকে আস্তিন। শুধু  স্নিগ্ধ শোঁকে সুতীর্থ। এলাচগন্ধী কাজল। অদৃশ্য নেশামধুর। কাঁধ বেয়ে জিভে আসে ক্লান্তি। যে প্রেমে কদমের ফুল জন্মায়।   

Saturday, October 18, 2014

মিথ্যেমিথ্যে দুপুরগুলোকে নিজের মতো বড় বা ছোট করে নেওয়া। খুব ক্ষীণ কালোত্তীর্ণ রেডিওর দু'এক পশলা। বিত্তলব্ধ জাগতিক ঐশ্বর্যের সবকিছুই আছে এদিকওদিক। হাতের মুঠোয়, সাধ্যের মধ্যে। তবুও সাড়ে দশটার পড়েই যেন দীর্ঘতর হয়ে ওঠে ছায়া। ঘেমে ওঠা কাঠের কারুকাজ ডিভান ও শ্বেতপাথরে অবসন্ন কত শৌখিনের জরি ফিকে লাগে। ফিকে লাগে। সুইচ-অনের নব ঘোরাতেই শব্দের কর্কশ নিমেষের গাম্ভীর্য তুলে দিয়ে আবার তেলকালো পর্দা ফেরায়। 'নয়ন সরসী কেন'। রাধাচূড়ার হাল্কা নেশাদোলে ছন্দনাচ। আলো যাচ্ছে, আসছে - ঘনিয়ে, পিছু ফিরে। বারবার বিছানার চাদরের নকশায় ফেলে যাচ্ছে কি যেন, ছোট্ট পাখি চন্দনা ছটফটে খুঁজতে আসছে আবার। আর ধুলো ওড়ানো ন্যাকড়াও থমকে যাচ্ছে পোড়ামাটির ওপর। অস্পষ্ট নয়, লুকনোও ছিল না, তবুও কেন জানে বইয়ের শিরদাঁড়ার অক্ষরগুলো বহুদিনের প্রাচীন। বুক শেলফের কাছেই তো রোজ দাঁড়াই। বেশী বেলার ঠাকুরপুজোর পর তেতো হয়ে ওঠা চায়ে চুমুক দিয়ে মনে মনে গেঁথে নিচ্ছি কত না-কিছুকেই। বিজ্ঞাপনও দুপুরের সময়টা কম হয়ে আসে। কথা থাকে না। গান থাকে। ওরা বোধহয় ক্যাসেটেই চালায়। রোদে দেওয়া বালিশ, টিশার্ট, আদার টুকরো, জিরে গুড়ো। শিল কাটাই এখনও ডেকে গেল না। মেনিটাও না। দুপুরের খাওয়া শেষ না হলে পাত্রদের ঝগড়া থামবে না। তিনটের পর গোলাপি দেওয়াল হবে গাড় থমথমে, নেতিয়ে আসবে সজনেগাছের কিচিরমিচির। সগড়ির থালায় আঙ্গুল ডুবিয়ে ভাত শুকিয়ে খড়খড়ি হয়ে এল। দক্ষিণের ঘরটা মোছাতে হবে। অনিমা এখনও এল না কেন। এই একগাল ভাত খেয়ে নে, তারপর খেলিস সারা বিকেল। আগে দাও - কি জিজ্ঞেস করার আগেই গাল বাড়িয়ে কেড়ে নিয়েছে। কৃষিকথার আসর শুরু হবে। খুব দুষ্টু হয়েছে, জানো তো, ভীষণ, একটু বকে দাও না কেন। সূচসুতোর টিনটা যেন কোথায়। শ্যামলীরা কেমন আছে, শ্বাশত। কত স্তর ধুলোমাখার আগে, না? দোহাই, খেয়ে নে, লক্ষ্মীটি।                   

Thursday, October 9, 2014

কত মলিনতায় কত রাজশিয়রে
ক্ষীণ রশ্মি দীপ জ্বলে ও নিভৃত শান্তনির্ঝরে, অচঞ্চল দিবারাত্রি 
সে হিমনীল জাগ্রত, বিন্দুর জন্ম প্রতি আগুয়ান 
স্তনপদ্মে, আদিম রক্তিম আভরণ
কে দিয়েছে তাকে এই ভ্রম কেন এই লিপির ধ্বনি হয়ে মধ্যরাতের ভিক্টোরিয়া 
আর সকল অন্তরীক্ষের অবসানে    
নিবিষ্ট মর্মরমূর্তি মৃত শুয়ে বসন্তবকুল ধোওয়া নাগরিক পিচরাস্তায়।। 

_________
SG

Wednesday, October 8, 2014

বিভাজিকার মাঝে পুষে রাখা শহরের অনাদর 
কারোর কামড়ে ধরার আকুতি 
কারোর তীব্র শীত, খুলে ফেলে সব আবরণ 
সুসজ্জিত বিছেহার চুনি সাজে আমোদে পরিহাস করে ধুলোসাফ তোরঙ্গে লালের দ্যুতিশরীর
আজও কেউ পাশ ফেরে আত্মজিজ্ঞাসায় ও উঠে পরে বারান্দায়, তারা শুয়ে, একলা চলাচল
অবসন্নের ঝঙ্কারে ঝরতে থাকা সব রূপ, মায়াপুরুষ, ছিঁড়ে যায় জোনাকি, জেগে ওঠা বরণডালা -  
হাওয়া দেয়, পেখম মেলে আতরের গুড়ো মেখে কোন এক 
অস্থির বিষণ্ণসুন্দরী কাঁদে।। 



_________________
'The Real Dream' SG
Storm. Static. Sleep. 

Saturday, October 4, 2014

গত কিছুদিনের মুখরোচক হিন্দি-বাংলা মিলিয়ে মিশিয়ে সাঁজসভেরা পুজোর ঘ্রানকে জনমানসে জিইয়ে রেখেছিল। নোনাধরা আরডি, কিশোর, আশা, লতা, মান্না, বীরুভদ্র, স্ত্রোতপাঠ, 'জয় রামকি সীতাকি', লোপা ইত্যাদি ইত্যাদি। যখনই বাড়িতে শান্তিতে ঝিমবে, আলত জিরিয়ে নেবে অমনি মহানাদে। তবে ঘুম দেরিতে ভাঙলেও দশমীর সকালে চোখের পাতা খোলালো সেতারের শ্বাসপ্রশ্বাস নেওয়া মিহি জলস্তরের মতো, কোমল আলেখ্যে মৃদুমন্দ ছন্দ। প্রবলতায় এতটাই চাপা যে ফেরতা হাওয়ায় কুড়িয়ে-বাড়িয়ে পেতে হয় সে স্বাদ। মেঘলা সকাল ছিল, তবুও প্রতিটা আঘ্রাণে পুরবের পীতবর্ণ স্নিগ্ধতা। আঙ্গুলের ফাঁক দিয়ে গলে যাওয়া সূক্ষ্মতায় মনের অলিন্দে বসন্তবৌরী। নাছোড় আবেশধ্বনি। এই এক মূর্ছনায় লেখা কাব্যের সমস্ত আখ্যান। বার বার ফিরে আসছে। আদৌ আসছে কি? বর্ণে আগেরটা থেকে আর বেশী নবপথদিশারী। কোথাও এক দীপ্ত উন্মেষ ঘটে। বছরের জমা হাহুতাশ মিশে মিশে ধুয়ে যাচ্ছে। পরিস্রুত হওয়াটা তেলতেলে ঘিঞ্জি মোচ্ছবে হয় না। আলাদা পরিসর প্রয়োজন যখন দেবীবরণ সমাপ্ত, প্যান্ডেলও খোলা হবে প্রায়, হোল নাইট করে গেরস্তের নিশ্চিন্তের ঘুম। জানান দেয় সেইসব বিস্মিত শ্রোতাদের, এখনও জলের প্রতিচ্ছবিতে বিনীতারা কাজল পরে। প্রায়ান্ধকার ফুটপাতে বসে এখনও কেউ দু'দশটা বাস ও চলমান মৃতদেহদের বাড়ি ফিরতে দেখে। দাপুটে দেমাকি লীলাদের খুঁড়িয়ে খুঁড়িয়ে খুঁজে যায় অস্ফুট হেরে যাওয়া অপুদের সারি। কারণ হেরে চলাটা নিয়মমাফিক। মাঝসমুদ্রে দাঁড়িয়ে চিৎকার করেও যে জট আরও ফেঁসে যায়। শরীরে অতো জলও নেই যে কোনও কান্না বেরবে। শিরা শুকিয়ে মিলিয়ে গেছে। যদি কিছু মণিমুক্ত পড়ে। আগে দৌড়ে পৌঁছতে পারা চাই। নাহলে বিষাদের এগরোল, হলুদ হয়ে আসা পেচ্ছাপ ও অবান্তর স্বমেহন। আজকাল খেলনার দোকান চোখে পড়ে না। ওর পাড়ায় ফি শনিবার ছবিওয়ালা আসে। আমাদের পাড়াটায় ছাপোষা বেশ্যালয়, কোনাঘুঁজিতে। পেটের দু'পাশেই ব্যথা হলে বুঝি মনখারাপ হয়েছে। তখন আর সেতার শোনা যায়না। এত গাছপালা, জমি বাড়ির মধ্যে দিয়ে শব্দ পৌছয়ে না বোধহয়। কে জানে,            

Tuesday, September 30, 2014

শ্রমিকের মৃতদেহের ওপর স্বস্নেহে পোড়ো জমির কাশফুল, অর্ঘ্যের ছাই ও গন্ধরাজ মটনের হাড়। তরুণ প্রতিবাদীর কবরের ইতিউতি ব্রহ্মচর্য ইস্তেহার, বিষাদের হাতধোওয়া ঘূর্ণি ও অদৃষ্ট আঁধার। ধর্ষিতার যূপকাষ্ঠে মখমল মাখানো চকচকে রক্তবীর্য, দামি সালোয়ার পিস ও আগের রাতে রড দিয়ে ভেঙ্গে দেওয়া রাস্তার সব কমদামি বাল্ব। পাইকারি সবজিওয়ালার মড়াগন্ধ চামড়ায় বসিরহাটের কালঘাম, বড়লোকদের রিটেলশপগন্ধ ও ভরবাজারে তিনটাকার লাভের প্যাঁদানি। আদিবাসি মরদের ট্রাইবাল রিট্রিটে কোমর বেঁকিয়ে নাচ, আমলাশোল, লিভারের ঢোল ও ডিনারের কেঁচো। বস্তিবাসীর সুখের কেবেলটিভি, দাদাদের আশ্রিত আশ্বাস ও মধ্যরাতে নিস্তব্ধ অগ্নিকান্ড। পরিচারিকার বন্দি ছুতো, নিশপিশ কর্ষণ ও গরম তেলের স্নান। প্রসবযন্ত্রণায় কাতর কুকুর মুখ রাখে গঙ্গার ঘোলা জলের দাউদাউ খোলা হাইড্রেন্টে - জলস্রোতে উদগারে সামাজিক বহমানতা, কি অবশ্যাম্ভাবী ধারাভাষ্য। প্রতিটা কর্কশ তৈলচিত্র, অগুনতি ট্যাঁরাবেঁকা শুক্রাণু উদ্ভ্রান্তের মত জীবনানন্দের দেশে স্থানগম্বুজ হয়ে আকাশের মাথায় পিসাব করে। ফোঁটার ছিটে লাগে সিমলের অপ্রশস্ত ঠিকেতে, কথামৃততে, সহস্র সহস্র মগজের আন্দলিত বাণী, বুলি, বক্তব্য, রচনাবলী ও রক্তে। রবীন্দ্রনাথের আলখাল্লা ভেজে, ডিরোজিও ও বিদ্যাসাগর। কার ঔরসে অ্যানার্কি জন্মাবে? শীতের ঘুমজ্বরে টপাটপ পাইট খোলে, সুস্তনবিভাজিকা ভেজায় ও চেটে হরষনাভিতে কামদুন্দুভি বাজে। কি ঘোর আকালে বিজলির আঁধারপরা পুকুরের ঘন কুয়াশায় নিথর তাকিয়ে থাকে শৃগাল ও সারস। পথিকের উড়ুনিতে আজ কোনও পথপ্রবর্তকের খই বা পুজ্য পাদ্যধূলি নেই, আছে কৃত্রিমতার ভরপুর জোগান, নীচতার বেমক্কা জয়গান, নিজস্বতার আকাটতীব্র বিরোধিতা। কোন নীতিকাব্যে লেখা থাকবে কখন দরজার ওপারে দাঁড়িয়ে থাকব কাঠগড়া অপেক্ষায়, কখন আঘাত করব, কখন নির্ঘোষে শানাব শাক্তবাণ, দুর্দমে ধুলো হবে মেকি আয়ুধ। মায়ের মৌনতা কবেই ট্যাল্ট্যালে ডালের বাটি উলটে দিয়েছে, গলির মুখ ঝাঁট দিয়ে আজ ধ্যানবিন্দুতে কিচকিচে অস্বস্থি বুঝেছে, গুঁজে দিয়েছে এক বোতল জল, হজমের বড়ি ও জামিনের টাকা। খালি এক ঋত্বিক এইসব উদ্দাম স্রোতের মধ্যে আকণ্ঠ ভোগ, যে গড্ডালিকা প্রবাহই সত্য, খাঁটি, যে ভোগই মুক্তির পথ, যে বীভৎস মজা যে রংরঙ্গিন নগ্নিকা এখন বিরাজমান নেচে চলছে রাংতায় রোশনাইতে সেই দুর্ধর্ষ আলোকে ফিল্মের গুটানো রিল পেঁচিয়ে পেঁচিয়ে তাতে নাপাম ও নাইট্রেট লাগিয়ে আলগোছে অগ্নিসংযোগ করে অতুলন হাস্যরসে মঞ্চে মিলিয়ে যান।               

Sunday, September 28, 2014

Hatescript

Hear they send you white foam to cover up 
Or twigs from the tree they cut down 
Fishes from designer aquariums where swiftly
life halts and hiccups 
I have never seen a them in the eyes, for the pavements blur my footsteps
and they surround me with what night fails to discern
hear you are proud, hear you are happy
Blessed must be
the lonliest healthy tree in the expanse
of tiring desert while I tear myself from the colours of the 
posters and burn them and eat them 
and when will I ever find the most acerbic word in the cosmos?
No one promises nothing, until you lose hold of your bowels and die all over your manuscripts and mayhem. 


Hatescript

How lights drain 
from the chambers of harem and 
shudder the chastity of the familial joviality 
the semen-clad sunset, licking nudity, seething
vehemence ready to ejaculate its wrath
on the acrid vomit bedsheets just by the side of thin walls where we visit 
on regular days,
and on the days when light are ripe, on the other side of the thin walls,
with wife and two kids,
laughing, loving and planning the next marital rape.  


Hatescript

The narrow corridor of dust has gathered on the edges 
of furniture, floorboards and f-
no let it be e-
existence. The belly-churning papers and letters, files and eyedrops, money and umbrellas
packets and plastics, my long-lost vices and lovesongs have all
specks of dust. They are waiting. I 
feel I should do something about tearing down the place
or falling asleep so that they
bind fast my wrists and tongue. 
Dust, I mean. For I wake up to zigzags of urine all over my place,   
half-burnt matchsticks, toothpicks, your lovely hatespit on my chest and
rosepetals from the cemetery. 


Friday, September 26, 2014

এখন যখন আর সন্ধে সাড়ে সাতটার সময় আর রিহার্সাল থাকে না তাই যেতেও হয় না ব্যানারজীদের বাড়ির সামনে দিয়ে ছোট্ট বুকে যতটা শ্বাস ধরে সম্পূর্ণ ভরে ওদের বাড়ির সামনে শিউলি ফুলের গাছের সামনে দাঁড়িয়ে ঘ্রাণের তীব্রতা জানান দিত ঠিক কতটা সময় বাকি এখনও মেপে রাখা প্রতি রাতে আর কটা মায়ালাগানো রাত পাব কাঙালের মত গুনে চলা আর এখন যে কচি টাকার গন্ধেও সে সুখের ক্ষুদ্রাতিক্ষুদ্র ভগ্নাংশ নেই সন্ধের ভেঙ্গে যাওয়া ঘুমে অন্ধকারে হাতরে হাতরে যখন ওকে খুঁজে পাই একরাশ ধুলোঝুল মেখে কোনাটায় অন্ধ হয়ে বসে আছে নগ্ন খোবলানো শিরা ফাটা তিক্ত চাউনি আমায় দেখে টালমাটাল শিহরণ খেয়ে গ্যাঁজলা তোলার আগে কালদ্রষ্টার মত অভ্রান্ত নাদগর্জনের মত মণিকোঠা চৌচির করে বলে 'তুই তো কবেই ঝরে গেছিস।'  

Wednesday, September 24, 2014

সেদিন যখন বাসে যাচ্ছি ঘামছি আর ঘামের গন্ধ হেলে পড়া অস্তিত্ব দীর্ঘকায় দীর্ঘশ্বাস অটোচালককে খিস্তি ধীরগতিতে ঘুমন্ত চাকা আর মন দিয়ে সিটের চামড়া খুঁটছি ছিঁড়ে ফেলেছি অনেকটা এখনও বেশ কিছুটা যেতে হবে রাস্তাও থকথকে বাকিটাও ছিঁড়ে ফেলব অমনি একগুচ্ছ প্রেসক্রিপশান হাতে ভদ্রলোক উঠলেন আর সবাই তটস্থ হয়ে গেল যারা নাক খুঁটছিল তারাও সজীব ভারাক্রান্ত কবি যারা ঘুমচ্ছিল তারাও মোবাইলে বাণিজ্য করতে লাগল যারা ইতিউতি মেয়ে দেখছিল তাদের নাকে কাগজ কেউ '৫০ ১০০ টাকার খুচরো পাবেন না' পড়েই চলল যেন ওনার দুর্গন্ধ সহ্য করা যায়না পাশ কাটিয়ে নেমে পড়ল যাদের দুটো স্টপেজ বাদে নামবার কথা আর তক্ষুনি উনি আমার সামনে এসে পরলেন আর আমি ভ্যাবাচ্যাকা খেয়েফেয়ে একসা হয়ে হাবলা হয়ে বললাম 'কিছুই তো নেই -' বললেন 'জায়গা তো আছে, মেয়েটা কয়েকদিনেই মরে যাবে তা বলে কি বসতেও দেবে না।'    

Tuesday, September 23, 2014

তখনও যখন আমাকে গোঁদলে করে খাইয়ে দিত মা আর আমি জানলার দিকে তাকিয়ে ভ্যা জুড়তুম দেখতুম ওই লোকটা আমার থেকে খুব কালোকেল্টু আর খুব নোংরা, সিকনি খুব গড়াচ্ছে গাছতলার নিচটায় কোত্থেকে দুতিনটে তেলপলের টুকরো দিয়ে নিজের আস্তানা গরেছে আর সেখান থেকে ভাঙ্গাচোরা নোংরা দাঁত বের করে মাথা দুলিয়ে হাসছে আমাকে মনভোলানো গান শোনাচ্ছে যা আমার কানে পৌঁছোইনি তখন সেই বয়সে কিন্তু বারো বছরে যখন ওঁর তেরপলগুলো কেউ সারিয়ে দেবেনা ওঁর খুব শরীর খারাপ সত্ত্বেও আর খাবার ও কেউ দেয়না সেরকম সেদিন সন্ধেতে জর বৃষ্টি পরেছিল আর লোডশেডিঙে আমি ওঁর গানই শুনে গেছি সারা সন্ধেতে আর বৃষ্টি থাম্লে মা যখন বলে খিচুড়ি হয়ে গেছে খেয়ে নিবি আয় আমি তখন তাকে কোনার ঘরে আবর্জনায় পরে থাকা ছিন্নভিন্ন কম্বলটা জড়াতে যাই ও দেখি গান গাইতে গাইতে কখন সে পরলোকে সমাধিস্ত হয়ে গেছে, তার শেষ গানের শেষ কয়েকটা স্বপ্নের শব্দ সুন্দরের মত তার মুখে হাসি হয়ে লেগে আছে।  
দুঃখ হয় যখন সেইসব শেষ ট্রেনে একা ভীষণ একা ফিরতে হয় বেলঘরিয়ায় আর ফাঁকাতে চারিদিকে খুব মুখে হাওয়া ঝাপ্টালেও কোনও ওড়না এসে পরেনি হয়ত কিছু রক্তের ছিটে আর সামনের সীটে বসে যিনি মাসের ভাড়ার টাকা গুনছিলেন খুচরোতে তার বহুদিন নৌকো না চাপতে পারার ছটফটে শোক, আর ওদিকে ছানার চ্যাঙ্গারি আর পরিচরহীন দুধের বড় ক্যানগুলো আপ-ডাউন করে নিজেদের কামরায়, দুধের স্রতে গড়িয়ে পরে যা চেটে চেটে খায় স্বাস্থ্যবতী বেড়াল কিন্তু প্লাটফর্মের ভিখারি মেয়েটা রোগা শুকিয়ে একদিন ভোররাতে হেঁচকি তুলে মারা যায়।    
Stars from fireflies can be a new template for visionary dystopic daydream. Who would have thought that basic deviation from slow-styled secretion is likely to create such furore among the punk-edged cyber lunatics and the chain currently identified as 'notoriety from the Wild North - machetes and mayhem from Sosjsanka'. This form of break-neck death production is in sync withe the falling snow and gathering angst on those cold shivering times. You can not do much other than ploughing the snow to clear the driveway to swerve your car to the nearest grocery or gas store only to find that inches of white snow has grown thick in your thirty minutes of absence. The feathers of the thick jackets are slowly flying careless in the stagnant winds and God knows who is adding air to their wings. Maybe God. Maybe the last exhale from the birds who went on to lay their lives for your warmth, or the corpses slowly germinating in your backyard, without giving off any smell, because you were too busy ploughing your front driveway in this hazy blizzard.      

Monday, September 22, 2014

হুতোম ও সহরে হেব্বি জনপ্লাবন

অম্নি অম্নি হুশ করে ভিরটির বেরে গ্যালো রাসতায়। বেস ধুলোটুলো উরল আর কতগুল সারমেয় কে জানে কার দুক্কে দুকরে উটল। কতো কতো নকজন কতো গাড়িদের ধুম ছোটছোট আন্দাবাচ্চা বুরোবুরি ডানপিটে। কতো নোক কি মোচ্চব। পুলিস ও কতো রে। কিন্তুক এরা ত সাইডে দাইরে অদের অপেক্কা কচ্চে। জাদের দেক্তে জর হএচে তাদের ছিতে ফতা দেকা জাচ্চে জেন সকাল্বেলা ঠিক ক্লিয়ার হইনি। আমি হুতোম কে জিগ্যেস কল্লুম কারা আসবে গো বল্লো অরা বল্লুম অরা কারা বল্লো জারা জগ ভালো ছুরতে পারে তাক আচে তবু এশিয়াডে জায়নি তারা বল্লুম হুজ্জত বাদাবেনা তো সহরে সুনে হুতোম এই মারে তো সেই মারে বল্লুম ক্যানও বলো না বলো না বল্লে তুমি দেকচি যে ইউ তে পরেচ কিন্তুক গাঁজাটা টিকটাক তান্তে সেকনি তাই এই নেলাখেপা অবস্তা তো বলি কি এদ্দিন ছোটছোট ক্যাম্পাসে খেলেচে গায়েগঞ্জে মিদিয়া নেই দেকে ছোটছোট কলেজ ইস্কুলে হুজ্জত করেচে তো বর মইদান পেয়ে এত্তু সয়াগ কব্বে না কি গোলপার্ক রামকেস্ত মিসনে সারদার পুজ দেবে কিযে বলিশ। তক্কুনি দেক্লুম সাকা নলা পরা হাতে এখনও সকালের রান্না হলুদ লেগে এমন জতেক রমনি দুকে স্লোগান দিচ্চে জাদভপুরে দুন্দুভি আম্রা তো আর সুনবোনি সুনে রাক হনু-হোনি বানাব কামদুনি কি উতকিস্ত স্লোগান মাইরি। এরা কিকরে ছাত্তছাত্তি তকন মহাকরনের দুজন রিটিয়ার কব্ব কব্ব এমন নোক বোধয় সেস বয়সে পিএইছডি তা করে ফেলি বেভে সিক্কাকেত্রে দুকেছে তারা আমাকে ঠেলা দিএ পাপরভাজা চিবুতে চিবুতে এগিয়ে গ্যালো। খিদে লেগেচিল বল্লুম মণ্ডা আচে সুনে হুতমের এই মারে তো সেই মারে বল্লুম ক্যানও বলো না বলো না বল্ল আজ যে উতসব রে আজ কেউ ছিক্যেন চারা মুকে তোলে পিসি পারসেল করে পাটিয়েছে আরেক্তু হেতে নে হিসু চেপে তাপ্পর গাচতলাতে বসে কাবো। বল্লুম সবাই জানে না সত্তি বলো অনেক্কিচু ক্যানো হাটচে জিজ্ঞ্যেশ করে দেকি হুতোম সাসাল খবরদার অইসব ছোটছোট কেলাস এইটের মেয়েগুলর মৌকিক নিয়ে পতিবাদের মনবল খুন্ন করবিনে। আমি সান্ত হএ গেলুম। মিচিল তকন মইদানে যারা পেম কচ্চিল তাদের পিটিএ লাইনে নামায় বল্ল সেসে সারপ্রাইজ আচে। আমি মনেমনে প্রমাদ গুনলুম অদের কবজি কেটে নইরাজ্জএ দিস্তান্ত স্থাপন করবে না দেবোস্রী উন্মুক্ত গ্রিবা ও অনান্ন দোলাবে সঙ্কায় রইলুম। অম্নি সকলে দেকি পার্কস্টিটের কাচটায় পউচে দউরে দউরে পার হচ্চে। আমি ভাব্লুম পুলিস তো মিডফিল্ডের এইপারে তো আম্রা ডরাচ্চি ক্যানো হুতোম বল্লে ছোট্টো ও সাজান কাচাকাচি এসে জাওায় বিকরসন মানে রিপালসান হচ্চে কুব জলদি হটে জা যদি কোন পসা ধরসনকারি কাচাকাচি ওত পেতে থাকে পিসি কি জানি কি ইন্সতাক্সান জাকগে জাকগে। আমি বল্লুম কে মিচিলে লিড কচ্চে বল্ল একদম পাকামি কব্বিনে তকে চিনি নামটা মুক দিয়ে বলিয়ে লিবি আর অপর তেকে সত্তজিতবাবু রেগে জান আরকি। অবসসো মাস্কেল পাওয়ারে কালিঘাটের পাণ্ডা গুলোও সুদ্দুসুদ্দু নজ্জা পেয়েচে বলচে আমাদের সিন্ডিকেত ছাত্ত পরিসদে নাম নেকাব সে কি কান্দ। বল্লুম সারুকখাঁ নাচবে না পিসির কপালে চুমো দিবে না এ কেমন কতা হুতোম বল্ল পার্থ একন সাম্লাচ্চে আমি বল্লুম পার্থ তো অস্ত্রেলিয়া আর আরেক পার্থ মহাভারতে সুনে হুতোম পোঁদে কসিয়ে লাথ দিল আর আমি ভ্যা করে কেদে ফেল্লুম। আমায় দেকে মেদিনীপুর ইউনিতের একজন বর নেতা এসে বল্লে এই অকে কেউ প্যাকেট দে প্যাকেট পাইনি তদের কোন সঙ্গঠন নেই ছি ছি কি যে করিশ।    


Sunday, September 21, 2014

বৃষ্টির কলতান

খানিক আগেও মনে হয়েছিল মোটামুটি তৃণভোজী ও পরমুখাপেক্ষী অচেনা বাকরুদ্ধ স্পষ্টত বক্র ও শিথিল, পড়ুয়া টেক্সটবুক তত্ত্ব পাতলা জং, খানিক আগেও মনে হয়েছিল অসহায় চিকেনখেকো ঘুমপালক বা ঝকঝকে অমাবস্যার নিশপলক বটের মতই স্থবির এবং হিসিসিক্ত তোষক, খানিক আগেও মনে হয়েছিল ডাগর ভুঁড়িতে রংচঙে বুদ্ধিমোড়ক আর নাছোড়বান্দা চোখ পিটপিট দ্যাখে কিন্তু কর্নিয়া হয়ে হৃদয়ে পৌঁছতে পারে না, জীবনকালাবধি তরঙ্গ পৌঁছতে হেব্বি ডিলে...

তবু আজ জোরসে বারিশ নামলো। এরকম বৃষ্টি হলে রাজপথে কোনোকিছু থাকেনা বিশেষ। ধুয়ে যায়, নালিনর্দমার মুখটা জ্যাম করে দেয়। পরে কিন্তু হাজারটা স্বস্তি বাঁড়া কেউ ঝাঁট দিচ্ছিল না, মেথরটাও উজবুক ল্যাদখোর আমার মলমূত্র আমিই সাফ করলে সিরিয়ালগুলো কি তোর শ্বশুর দেখবে। অনেকটা গরম গেছে, যখন খুব তেতে ছিল আর চাকাও আটকে হাঁসফাঁস কেলেঙ্কারি। তার আগে ভুল্ ভাল নুড়ি পাতা জমা হয়েছে কোনায়, ভিখারিটার কাঁথার চৌহদ্দিতে স্তরে স্তরে গন্ধগোকুল, এলোমেলো শামুক। এতসব কে সরাবে কেউ বলছিল না। হাল্কাফুল্কা গা কুটকুট করলে মলম লাগাচ্ছিল আর অ্যান্টেনার ওপারে মেলা শাড়ি আর জাঙ্গিয়ার ফাঁকফোকর দিয়ে নৈঋত দেখছিল আর বদহজম হলেও তড়পাচ্ছিল আর কইছিল ও তো পাঁচবছরে তিনদিন হওয়ারই আছে, কেন আবার সুচ ফুটিয়ে কষ তোলা। আমরাও গামছা পরে পান্তা আর ভোররাতে বিরিয়ানি উইথ মাঞ্ছুরিয়ান আর বাস্তুসাপকে বুকের দুধ। তারপর যেটা হল তা সারা বর্ষাকালেও, কি বলি, কস্মিনকালেও হানাময় ন্যাংটো ঢলঢলেগুলো ভেবে দ্যাখেনি। গাঁড় ফেটে শানদার টিকউডের দামাল দরজা মাইরি। সে কি ভুসভুস গন্ধ। নাদি আর টিকটিকির লেজ পুড়িয়ে তিনদিন চৌখুপ্পির মধ্যে ছিটকিনি দিয়ে রেখেছিল। দরজা খুলে মেঘগুলোকে শহরে স্বাগত জানাতেই ভেদবমির মত গল্ গল করে বাসি সবেদা আর লোকাল ক্লাবের চন্নমেত্ত আশটেপিষ্টে ঘুণপোকা ঘরময় ছিটকে থোকা থোকা পড়ল। কোন বাল পরিষ্কার করবে ওসব, শুনি? তাই বৃষ্টি এল। কি ঝমঝম রে বাবা, কি আওয়াজ, কি তেজ। প্রথমে ওপরের তপ্ত লেয়ারটায় ফুস ধোঁওয়া ওঠে, তারপর সেসব নিভে যায়। এলোমেলো প্রবাহিকা জড় হয়। অদের ধর্ম জানা আছে, ঠিক আবেগে আর যুক্তিতে মিশবে। আর ভাসিয়ে নিয়ে যাবে চৌবাচ্চার তেলাপিয়াদের, স্ট্রেট গঙ্গাসাগরে। আমাদের বিষনির্যাসগুলোও গুলে গেল। ফেনা ফেনা বুদবুদ পচা বাদামি। প্রচণ্ড চেপে হিসু পেয়েছিল যাদের, তারা মুখেই করে দিল, আর বেশি ভাবল না। যারা খাওয়ার হুশ হুশ করে টানল। ফিনকি দিয়ে গ্যাসোলিন বেরচ্ছিল, আটকাতেই পারছে না কেউ সেলোটেপ দিয়ে ফেবিকল দিয়ে খিস্তি দিয়ে ক্যাঁচ ক্যাঁচ করে যৌনাঙ্গ ফুঁড়ে। শীতঘরের কাঁচে থ্রু দিয়ে কিসসু দেখা যায় না, ওয়াইপার ও নেই যে মাজাকি চুষব তাই ওদের কোমোড আর কুশনে ডুমো ডুমো লালপিঁপড়ে আর নীলনেকরে আর সবুজচিতা আর ঘনশকুন র‍্যান্ডম ঠুকরে গেছে আর তাগাদা দিয়ে গেছে। বড় বড় হোতাদের মগজ কেটে বাদ দিয়ে ড্রামে রক্ত ভরেছিল। তা দিয়ে ভিক্টোরিয়া কেওরাতলা চিড়িয়াখানা একডালিয়া এভারগ্রিন মিউজিয়াম হাওড়াব্রিজ কলেজস্কুয়ার সিটিসেন্টার জগুবাবুর বাজার মাছেরভেরি ড্রয়িংরুম বেশ্যালয় শয্যাদৃশ্য লালবাড়ি সবুজবাড়ি কাঁটাপুকুর পাব্লিক উরিনাল সর্বত্র লিখল অগামার্কা আঁতেলচিন্তা। না কি, শরতের বজ্রনির্ঘোষ। তাও কি না কমদামি সস্তার রক্তে। ওসব তো কলঘরে জল কম পরলে ছোঁচাতে লাগে। তাও নাগরদোলায় চড়তে চড়তে অনেক্কিছু উড়ুক্কু হয়ে বৃষ্টিতে ধুয়ে গেল। আরশোলাদের মৃতদেহ জঙ্গম নাড়িভুঁড়ি বদবু ওক তোলা হেলাফেলাদের উচ্ছিষ্ট বহু অনাচারের বমি আর চিটচিটে ফেনা কৃমিদের শ্বাসনালী থকথকে পায়খানা ভর্তি ভর্তি রক্তপেচ্ছাপ হেরে যাওয়া শাসকতন্ত্র খাঁ খাঁ গুঠখার নামহীন ঔরস কুকুরদের ইঁদুরদের কাকদের ষাঁড়দের সাপেদের ব্যাঙ্গেদের পোঁদে লেগে থাকা শুকনো গু বছরকার আগের হলদেটে খোলস আর কাঠকয়লার শিরাশিরা দুয়েক পশলা অপরাধবোধ আর পাঁজরের কালো হয়ে আসা হাড় কিছুটা গা ঘিনিয়ে ওঠা গোলাপি মাসমজ্জা নরম রাং মাংসের মতই উরুর কাছটা কয়েকশো কালগোখরো ইস্তিরি করা স্বভাবদোষ দোনলা বিচারবানী রায়পত্র টাকনাদার পাঁঠার কষা দুর্দিনের মায়ের মুখের বাসি গন্ধ পেটফোলানো অবান্তর বেঁচেথাকা লাঠি এফিজি দম্ভ করালমুঠি নষ্ট হয়ে যাওয়া নারীশরীর নষ্ট হয়ে যাওয়া চাবুক ফেলনা পেটো আষাঢ়ে বেদমপ্রহার ক্যালানি মাজা ঘষে দেওয়া রগড়ানি আর ডলে দেওয়া পৈশাচিক লঙ্কাগুড়োয় ফুটন্ত তেল আর চড় খাওয়ার জন্যে সোজা থাকা আবার নুয়ে পরা আবার বাড়ি বয়ে আনা শাসানি শ্বাসরোধ শীতলঅস্তিত্ব এবং ওই যে বল্লুম হাজার হাজার স্কোয়ার ফুট জায়গা দখল করেও কুঁচকি কামড়ে অবান্তর বেঁচেথাকা আর বেঁচেই থাকা ...

এত জল রাখিস কোথায় শহর, এত কান্না তোর?  

Friday, September 19, 2014

কিছু কলরব

রক্ত জেগে উঠেছে, কিছু পেলে রক্তের স্বাদ
কালশিটে উদ্বেগ, কালিপরা ক্লান্তিতে, কিছু কালো স্তম্ভিত রাত, যবে থাকে সুখে
ক্ষমতার ক্ষত, বিষপুঁজে ধারালো পুরুষত্ব
হাড়হিম শক্তিচাবুকে
রাতনেশা ধরা যাবে নরম, কি নরম, মোলায়ম ধারা -
থাক সে কথা, রাষ্ট্রের কুত্তারা
স্নেহের চুমু দেবে শিয়রে/অধরে
আজও তাই লোহার রড, ব্যাটনের ঝাঁজ
সানন্দে ডানপিটে মানুষ করে।।


প্রধানত সমস্যা একটাই, ক্ষমতার বশে তুমি নেই
আমি শালা পেশির পেয়াদা, তুমি তো আলতো কাঁপবেই
ক্যাম্পাসে হতে পারো প্রতিবাদীসুর/স্লোগান-বাঘিনী
তোমার কামিজ-ব্লাউজ-স্তন- যোনি
কিছু কিছু চিনি
বাকিটা নৈশহস্তক্ষেপে বুঝবো, বোঝাবো
আপাতত লাথি পরেছে, লাঠি পরেছে, এখনও তো পেট্রোল ঢালিনি
মাগি তোর ভাগ্যটা ভালো।



ডিলানে সুমনে কিছু ছিল উদ্ধত বীর
বহু পাল্টে দেব, গান গেয়ে, ভেবেছিল। ভাবে কি করে, কিছু তো দরকার
রাষ্ট্রের থাতির, সময়ে সময়ে
আগেও ভালবেসেছি, এখনও বাসছি, সরকারি চক্রাকার
বজ্রমুঠি ওঠে। নেমে আসে পক্ত শিরদাঁড়া
মর্মরমূর্তিতে কালি লেপতে উঠেপড়ে লেগেছিল যারা।


এত শ্যাওলা, কীট ধুলো - সরকারি দফতর না বাতিল শৌচালয় ?(বিভ্রম বটে)  
আবার কিছু ক্ষীণসুর দিগন্তে ছড়ায়, গলা গর্জায়, বিপ্লব আজও কিছু ঘটে
মূলে কোন অপতৃণ মাঝেসাঝে বুঝে নিতে হয়
বসন্ত এসে গেছে - আবর্জনা জড়, ঝরা পাতার সময়।


Tuesday, September 16, 2014

বসন্ত এসে গেছে...

গাছের তলায়, আদরে-অভিমানে, সুমহান প্রাপ্তিতে, বেপরোয়া উদ্যমে, প্রেমে।

বসন্ত এসে গেছে...

One pair of candy lips and your bubblegum tongue 

Thursday, September 4, 2014

The stark electric flare swirls around
gathering soft juices pink thick pieces easy bones and turgid hairs
comes back and strong
the flare frightens the lining, mucus frozen
a discharge to soak the bolt (a needle to soak the bolt?)
a blanket to soak the bolt (a stab to soak the bolt?)
a cold to soak the bolt (cold?)
to and fro running from the pleasing winds or cooler rooms
cold cold
stark electric flare
morgue-cold sleep, spine needs.

Wednesday, September 3, 2014

In unclear windy September days when hanging roots 
of trees long waiting, beneath which workmen with mechanical dexterity brush off the
remnants of jubilant foliage, for they still sway to singing breeze or sing to shimmering sun, 
unlike those who twist and wait, on those many aching daybreaks to 
slow hymns, bringing nothing but another profuse degeneration
where unnecessities clog up mindspace and bodybristles 
rusting them to further dried up
dust, uninspired sapless wilting
insignificance.

What care he takes to rake the leaves which swim and clog thickets of 
chilling nausea, of bilious existence. 

Saturday, August 9, 2014

The dips and turns that I take as silver trails of dust hits the hornet's brown nest, she leaves the essence of the night, like shivers on papercups or sugar on shoulder.

Wednesday, August 6, 2014

White iceberg tips just on the stagnant cosmic wheels cautionary 
of something fading into white flesh memories and upstream foams of 
walking to-forth 
such semblance of routine non-romance. 

"..."
" - "
"-thus-"

Mash-up.
Immortal rough.



Modern dinosaurs.
Lamb and sweepers of leaves.
White build. 



Lone peacock. 
Dots of red. Patient. They return home. 

Hit white. 


Sunday, July 27, 2014

Untitled #11

গলে যাওয়া দু'ছটাক 
জন্মের বিপর্যয় 
আমাদের বেদুইন ক্যানভাস, অগ্রজ পথিক শিহরিত 
জমা ক্ষোভ জল রূপে নোংরা কনুইতে ছিটকালো - সূর্যবিলীন
আগের বছরেও আসেনি সেমিজের সাইজ, গাড় শরীরের পাশে হেঁটে যায়
আরো শরীর, দুধরঙা চাবুক জাওয়ানি 
গোঙানির ঢেউ ওঠে সাগরে 
মুখে লেগে দুধেল আসমানি কালো নীল
গাঁজাস্রোত মখমল শারীরিক চিকেন (সস সহ) কি দারুন জাঁকালো স্টেশানে বেশ্যা একা একা ঘোরে 
পাখির আদরে
সিগারেট-বায়বীয় চুলোয় লালাঝরা মুখশ্রাব জ্যান্ত দুপুরে কি তিব্র যৌনতা
বেঁচে থাকে কফিতে-বিয়ারে
প্রেমাদরে শিয়রে 
ভিনদেশী রাস্তায় ঠাই পায় দাঁড়কাক, তুমুল বীর্যশৃঙ্খলা, তোর মুখে আজ
শরতের নীল
কাঁদছে চোরাগুপ্তি কার্ফু 
যারা তোতে আমাতে মিলন হতে দেয়নি
'চল ফোট' বলে চামড়া খুলে 
তাতে বিন্দুদেমাক স্বরনালী কাব্য লিখে
ধোঁওয়াধুলোর ধুসররাজ্যে উড়িয়েছিল।


_______________
Post-meet apocalypse. Penguin Bar. Beggars of nocturnal faggot-ism and IT brouhaha.

Of The Time Not So Far Away

(For whom the stark naked beliefs are a mirror's reality. I crave thee, till the days perish off the Creator's almanac.)


Shining in on the surfaces of serene
The age-old eagles of tumultous hearts

Rocky outgrowth where tumbles dawn and tired 
bedsheets moaning in crystal patterns
the shivering tide of kissing layers of aqua and pensive bosom
of the pearls and the dormant beasts of the native grey
the creases of my opalescent blankets
cradling them oblivious
of fangs or razoracids for the soaked-in scents
and baths of occult vapours
I find a circling stream of consciousness
which heaves in the petals of revolutionaries
and bloodlettting whiteness
swinging in with unsure nervous grasp at the lowly lights of city's last opera, its first waterdrop
and tearstreams of gardenrain
rivernights of woodenshields
shatterboughs in southernflights
merrylands whose letterbeds
glovetombs or motherviolets
azuretaste, neigh, heatherfoam
ciderboom but otterzeal
inchfool or dropjoy
inasmuch 
the 
finality to close your eyes
in love.

Untitled #10



বরিষান অবশেষ মেঠোগীত আদিমের
মিছেশীত চুপিহাত চুম্বন দ্যুতিবেগ

ঘষারোদ বাদামি বেড়ালের ঘুমনখ
কালঘাম পকড়ার, কুয়াশায় সম্ভোগ 

রাগনীল ঘাসজামা টিনছাদ গান গায়
কাগজের মাল্লা অভিযান পাড়াময়

রানীক্ষেত উৎপাট ভোরে ধূমকেতুছাই
শব্দের সিলুয়েট নাভিশ্বাস বনসাই

রক্তিম রিক্ত নিক তবে তার্কিক 
লাজে লাল ধোঁওয়াচুল মেলে দিলে পারতিস

অগোচর ফেরাঘর লেখা থাক দো'তারায়  
নামে প্রেম খোলামাঠ অপুদের আঙ্গিনা

চেনা দিন অবসাদ অচেনার গেরুয়া
ধুলোপথে রাতরং আমি-তুই, Kerouac


Saturday, June 28, 2014

বারিশবিরহী

বিন্দু বিন্দু বৃষ্টি মেখে ফিরছি
ঢেউ গুনেছে তিনদুনিয়ার মাস্তল
ঢুলতে থাকা বিদেশিনীর কাপ প্লেট
আলতো চুমুক বিরহে মন আজ তোর

আলোর রাজ্যে ঈষৎধন্য বাৎচিত
কাদার শরীরে জমাট সন্ধে টিপছাপ
ফেরার তাড়ায় রাতজোনাকি অস্থির
বৃষ্টিকে ভিনদেশী বলে জানতাম

পাতার গন্ধে কুহু ডাকল উল্লাস
দিনযাপনের বারুদ ভিজল না তো
গোপন চিরাগ ফুরফুরে খুব জ্বাললি
পথপেরোনোর হাত যাকে সামলাতো

থিতিয়ে কালো উঁচুতলার কাঁধটায়
কাজলধোওয়া আসমানরং মশগুল
মন্ত্রমুগ্ধে উৎসাহ পায় আব্দার
কোন হাওয়াতে দাপট পেল কার চুল


কোন বাঁকেতে বন্দি প্রাচীন প্রান্তে
অথৈ জলে আদরনৌকা ভাসত
বিন্দু বিন্দু বৃষ্টি মেখে ফিরছি
আবছায়াতে স্পষ্ট হাসি আজ তোর


_________


কালোরাস্তায় কাজলকালো আকাশ। কয়েকফোঁটা। কোরামঙ্গলম।  

Sunday, June 15, 2014

দিবারাত্রির শ্রুতিকাব্য

শীতের আলোয় দৃষ্টি মাঝে, মেঘ্মুলুকের আতসকাঁচে
কাঁপে ঝিরি রঙিনপুরের কান্নারা
দুরের সুতোয় আলতো চুপ, বুদ্ধু আমার সোহাগরূপ
ফিরতে থাকে আবার নরম ঘাড় নাড়া।

হাজার শিষের মর্জিনারা, শুকের সারি আত্মহারা
আত্মমগন ছটফটানি 'চল ঝুটো,
দূর হ তোরা' ধমক লাগাই - বাধ্যবিহীন সীমান্তে পাই
পেরিয়ে চলা রক্তে লাজুক শক্ত তাপের সিক্তশীতল হাতদুটো।

তুমি আমি সময়কালের খড়কুটো।।    
    

Thursday, May 15, 2014

Reprise

When you are full
Can lick your eyes

Until I can smell them
Happysadness inside 

You fall like a feather
With a room for rhymes 
I wish I was special
So fucking special

But I'm creep

Hello bordello
Head doesn't want a healer/to adhere
What shadows behold 


Don't care of grace
My ultraturn

Work of a palette
Work of eveningburn 
Want you to notice
Am not alone
So fucking special 
I wish I was specialBut I am a creep
All the crude mellow
What the hell is a dream
And dream must I on 

Eh eh yeah
Sleep
Line of fine nine dreams

Sleep
Line of fine nine dreams

Run
Run down across the ---
Run 


Am not too happy
When you are around

So fucking special
Wish I was special
Am no creep

Am no care
The hell imaginin'

I will weather
I will belong here 

____________________
Creep - Radiohead. To the tune.

Thursday, May 8, 2014

মীমাংসা হোক মাঠের বাইরে, মুখে মধ্যে দিব্বি লেগে প্রেমের স্বাদ
হেডলাইটের বিকেলছবির আর্তনাদে

ঘুমিয়ে পড়ি। জেগেও উঠি, আবেশবিভোর
জলের দরে চুলের বাঁধন - আধখানা আজ, আধখানা তোর

জমানো। লিখতে গেলে অনেকটা পথ
কালি এগোয়। বেতারভাষে কিশোরচিত্ত গড়ছে ইমারত

নরম খোলস, ঈষদুষ্ণ, বুঝবে ঠেলা (একটু খাবি খাক)
ভুল কুড়নোর ইচ্ছেগুলো  মাঝরাস্তায় দাঁড়াক দেখি,

তখন চিনবে চেনা কলের জলে নড়ছে বাতাস, চায়ের গেলাস কাঁদছে পালক
স্বান্তনা নেই। বিষাদবাড়ি আমারও হোক

জানি ও আনবেই -
চোখের কালোয় সুদূরকাজল। আনন্দজল। (তাই) আজ
পড়েই দেখি যা কিছু আজ সিলেবাসে নেই।

Sunday, May 4, 2014

দখলজবর পাথালউথাল

তোর যতটা সুরে গাইছে, শানিয়ে নিচ্ছে আদিমের প্রস্তরপ্রান্ত, যারা গজিয়ে আছে শার্সির রক্তশরীরে, শুয়ে বসে পলেস্তারা চাটছে, আবার হাঁকরে বেড়াচ্ছে জমা জলের মিহি স্বপ্নসম্ভার, সাদা শিষে ঘামের দাগে, আলগা হয়ে আসা খড়ে আবার প্রাচ্যের গ্যাসোলিন, স্বাভাবিক নখের ওপর কানের ওপর আলোর বিষের ওপর গোলাপবাগিচা, স্ট্রবেরীরঙা সন্ধে নামার সাথে সাথেই আরক্ত

তোর ঘনিয়ে আসা কোলবালিশের তীব্রতা, তোর খুলে রাখা কালো চামড়ায় অপরিবর্তনশীল ইতিহাস, কাঁধ থেকে ঝুলে যাওয়া অনেকটা অনেকটা ওড়না নাই বা উড়ল ছেলেগুলোর মুখ তাক করে, চেপে ধরে থাক বজ্রমুঠি এক্ষুনি এক্ষুনি ঐ নরম শব্দের বাঁকগুলোতে আর আমার ইতিউতি পেঁজা তুলো, ধুলোর ধুলো, আমের টক, ফরসা বাসনকোসনে, ঝুলবারান্দায় করুণা তুলে রাখগে যা, লাই দিবি পরিচিত কুত্তাদের

তোর খুব আগেকার পঞ্চম সূর্যের শালীনতা তাক করে ছুঁড়ে মারা অবিশ্বাস যখন কেউ কোনদিনও শুঁকবে, তখন তার শীত করবে কর্কশ, তারিফ জানাবে দূরপাল্লার নেগেটিভ থেকে ডেভালপ করা কোন এক ভিন্টেজ যেখানে বাদামি অন্ধকারে তুই হাঁটতে চেয়েছিলিস, পারিসনি, কারণ ঘুণপোকারা আজও সজাগ, পেয়ারাওয়ালারা টেটিয়া, আমার নীল পাঞ্জাবি তোর অভিজ্ঞতায় নোনা ধরাতে পারেনি বুজরুকি ওমে

তোর খোলা শরীরের সীমানায়, যেখানে আমার সত্যিই কিছু করার থাকে না, শ্লোকের মতো, শামুকের মতো, সেপিয়ার মতো, শিহরনের মতো, সততার মতো খেলা করে আনমনা, লাঞ্ছনা - আর সে দৌড়তেই থাকে, দৌড়তেই থাকে দৌড়তেই থাকে চিলচিৎকার - আর আমার সত্যিই কিছু করার থাকে না। 

Friday, May 2, 2014

ওদিকের ওভারব্রিজ

ঐ বিঘে দুই, চড়াই শালিক, সামুদ্রিক, অপার যে
কপাল ঘেঁষে নামলো শরত আলতো ফিরে তাকাচ্ছে

পারতপক্ষ হাতের নখকে ডরাই, তবু খামচিয়ে
ক্রেয়ন ভাঙ্গা - ফরসা জামায় বৃষ্টি লিখে আনছি হে

'দরওয়াজা খোল!' চাবুক বোতলে গিলছি খানিক পরন্তাপ
কহ হে কান্তি, কহ হে কান্তা রাংতালাজুক সীমান্ত

সিঁড়ির নিচে ট্রেনের লম্বা ভয়ের ভিড়, হাড় কাটা
ধরতে পারার আংটি পরাই, দইয়ের ফোঁটা তারিখটায়

বাচনবানী টেক্কা রানী সাহেব গোলাম সন্ধে ভোর।
নৌকাডুবি শীতলশেষে। চোখ ধুয়ে দেয় আদরচোখ

ঘোর মহীয়ান, সান্ডো-সমান, তন্ত্রমন্ত্রনিপাতযোগ
বল পরিখা, টপকাবি আর? পলকা ঠোঁটে কি ভাবছ? 

Thursday, May 1, 2014

Where slightest exhalations diffuse 
my hidden desire falling off from the cliff only to be kissed by the silent shores on the nape
and so thrilled that you sew your senses to survive the significance on the skins of your eyes
much like crashing waves of my serenity and sense
then we have drifted deep 
redder, dissolving 
far from any refuge. 

Wednesday, April 23, 2014

Let It Be

Like something simple. Like something uncomplicated. Without the mazes and smokescreens. No tilt of the axis, or shivering of sun. There are no red carpets or descending blossoms. Only red trembles. Or redder palpitations. Sweat hands. So many sweatbeads. So much grey. Same dirty-green t-shirt. To and fro. Of significance and insignificance, and then what? Teary eyes, reasons unknown. Dark evening, intimate and simple.

It is simple, you fool, it is simple.
So, let it be.
:) 

Sunday, March 2, 2014

In a giant fishtank filled with water 
think of the frail mermaid who dived in without impunity
thinking it to be all gasoline. 

Wednesday, January 29, 2014

Of Things Meant To Be

As lovers walk hand in
hand placing their faiths on cerulean sunset counting
how much more would it take
to know the other if it was ever the intent 
or are they casually winding up while membranes of their skin touch the other's sweat
or dependency a name for conversation or a 
diary you relate your whispers to
about how she busted the right chance and he
knew more about the farces of freedom
or do they need a mirror to taste the cutlery clinking as darkness engulfs

the space the ways the face
all but the wine glass 

you forget all that is necessary
but they remember the dates.

Or is that a scribble you watch closely every instance 
of  falling patterns to remind that
you are probably sane when the ships have
left the stations and doctors have called you clean 
and lights have silenced creation
and in the all pervading sickness, silence is the only voice that sings. 

Wednesday, January 15, 2014

Untitled #9

In those very cloudy hours when retinas long for a
kiss and the deep tiring gulp you took
because you thought you could quench
appears struck still somewhere between the 4th thoracic and
sweat-stained leaflets, ready with a eager heart to have the next most politically absurd
ideology to be decorated in Monotype Corsiva,
and the beam of spirituality suffers a quaint convulsion -
you wake up to
a
culturally redundant conversation that involves
knowing the names of the best exotic homoerotic pleasures
the tribulations of being savvy
and pitfalls of a demanding routine of gnawing, sniffing non-sequitur manner of being earnest and smart.

I do not know, for in the space between my ears
several light years explode and
blankness reigns,
the same blackness the lays dandy in the space

between scripted conversations going in the palace and their failure to match
with similar gestures on the eyeballs. 

Saturday, January 11, 2014

Day 11

He is watching the spectre of oblivion floating above from the skin of cacophony. catching the messages trying to fly. You gonna hand the silent expressions. Set the charades for a lonely rupture. Blinking the darkness, breaking the clone. Moments of shelter, moments of frown.

The circles close in overlapping the time. Warm mist emanates, trippy dance ensues. It was a moment the decades waited for.
You gonna shape the December falls of strawberries, wild. Or would blunder the signs of blinking? Enter the sun, enter the sun, enter the sun.

I am most obliged to you for making it naked here, my red shoes wondering who would be writing the paradise bizzare or bijaare or out in the love of winter
trumpets blow
so low slow
so so much smoke
so so so ragged evenings condensing into furtive evening

And the sea isn't in the place where it was, trees are beside the houses in the forests made of trees.

The sky rolls back and lines fold there creep and dust closes hard, blowing close.



_____________
Old men, where it all started. 

Monday, January 6, 2014

Close Eyes And Laugh

A slackened pair of limbs on a 
broken boulders rolling down the cosmic, floating
luminous boughs reaching out to be caught
careless whispers running straight to your thought 
desires and 
claps of thunder in the blankets red

You should be hungry before dawn 
and piss in the river that baths 
my soft floorboards
my relative love erodes 
the honey that melts swinging coastal creams

And I try to left my feet off the floor but should his head go up first and his eyes searching his oaths solemn undercover revolts did Injun drop the palette and was it slurry of stones from the mountain tops pleading hanging papercups and brown birds with tattoos on the brain lying in the bed better than you 

Down the laughter 
black black
the happy breasts of a harlot with the arched hips collecting her heaves
And leaves her golden hairs in my silver
My book closes on your open theatre.

Play me a song, won't you? 

_________________________
Extreme madness, with random precision and steel breeze. 

Wednesday, January 1, 2014

Day 1

On those many special days
when wild flowers are burdened with
milk and 
the dad keeps his palm canopying his 
love's restive eyelids, burdened with many 
montages and silent in the light of stagnant airs loud with the 
silent protests blocking her vistas of fuchsia 
sunshine when she tied her hair firmly behind in a nice
sweet tail and trusted her father's care to protect from the 
slightly tormenting white sunshine
that came in relentlessly 
though she sought a refuge 
yet they barged in like waves of
hungry
leeches
that suckered someone down the 
mofussil roads whose dad merely believed
she herself could save
herself.

On those many special days, 

when the commonstreetbegger whose bare chest barely has anything but a
tatteredjacket puts the upperleft button
in the lowerright
buttonhole and thinks he would safely save
himself from the  
whatever causes the funguys to shriek in contorted faces as to the cause of clogged streets
and sparse chills,
you return home early and safe.