Saturday, December 13, 2014

বিমগ্ন উদাসীন
_________________


কোথায় হারালো রে আমার মন
কোথায় পেল মনের মতো ঠাই
দূরে বহুদূরে যেথা আকাশ নেমে আসে
সবুজ ধান খেতের সীমানায়

আমার নাগরিক মনে ঝড়ের হাওয়া লাগে
বাঁধনগুলো তখন টুটে যায়
আমি জানি চিরদিন জলে ভাসে মেঘছায়া
নদীর ধারা সাগর পানে ধায়

গভীর রাতে ঘুমের শহরে
যখন আলো হটাৎ নিভে যায়
ঘরের দরজায় কাঁপে মোমের আলোছায়া
চাঁদের আলো দাঁড়ায় জানালায়

কোথায় হারালো রে আমার মন

No comments:

Post a Comment

Your Thoughts ...