Sunday, July 27, 2014

Untitled #11

গলে যাওয়া দু'ছটাক 
জন্মের বিপর্যয় 
আমাদের বেদুইন ক্যানভাস, অগ্রজ পথিক শিহরিত 
জমা ক্ষোভ জল রূপে নোংরা কনুইতে ছিটকালো - সূর্যবিলীন
আগের বছরেও আসেনি সেমিজের সাইজ, গাড় শরীরের পাশে হেঁটে যায়
আরো শরীর, দুধরঙা চাবুক জাওয়ানি 
গোঙানির ঢেউ ওঠে সাগরে 
মুখে লেগে দুধেল আসমানি কালো নীল
গাঁজাস্রোত মখমল শারীরিক চিকেন (সস সহ) কি দারুন জাঁকালো স্টেশানে বেশ্যা একা একা ঘোরে 
পাখির আদরে
সিগারেট-বায়বীয় চুলোয় লালাঝরা মুখশ্রাব জ্যান্ত দুপুরে কি তিব্র যৌনতা
বেঁচে থাকে কফিতে-বিয়ারে
প্রেমাদরে শিয়রে 
ভিনদেশী রাস্তায় ঠাই পায় দাঁড়কাক, তুমুল বীর্যশৃঙ্খলা, তোর মুখে আজ
শরতের নীল
কাঁদছে চোরাগুপ্তি কার্ফু 
যারা তোতে আমাতে মিলন হতে দেয়নি
'চল ফোট' বলে চামড়া খুলে 
তাতে বিন্দুদেমাক স্বরনালী কাব্য লিখে
ধোঁওয়াধুলোর ধুসররাজ্যে উড়িয়েছিল।


_______________
Post-meet apocalypse. Penguin Bar. Beggars of nocturnal faggot-ism and IT brouhaha.

Of The Time Not So Far Away

(For whom the stark naked beliefs are a mirror's reality. I crave thee, till the days perish off the Creator's almanac.)


Shining in on the surfaces of serene
The age-old eagles of tumultous hearts

Rocky outgrowth where tumbles dawn and tired 
bedsheets moaning in crystal patterns
the shivering tide of kissing layers of aqua and pensive bosom
of the pearls and the dormant beasts of the native grey
the creases of my opalescent blankets
cradling them oblivious
of fangs or razoracids for the soaked-in scents
and baths of occult vapours
I find a circling stream of consciousness
which heaves in the petals of revolutionaries
and bloodlettting whiteness
swinging in with unsure nervous grasp at the lowly lights of city's last opera, its first waterdrop
and tearstreams of gardenrain
rivernights of woodenshields
shatterboughs in southernflights
merrylands whose letterbeds
glovetombs or motherviolets
azuretaste, neigh, heatherfoam
ciderboom but otterzeal
inchfool or dropjoy
inasmuch 
the 
finality to close your eyes
in love.

Untitled #10



বরিষান অবশেষ মেঠোগীত আদিমের
মিছেশীত চুপিহাত চুম্বন দ্যুতিবেগ

ঘষারোদ বাদামি বেড়ালের ঘুমনখ
কালঘাম পকড়ার, কুয়াশায় সম্ভোগ 

রাগনীল ঘাসজামা টিনছাদ গান গায়
কাগজের মাল্লা অভিযান পাড়াময়

রানীক্ষেত উৎপাট ভোরে ধূমকেতুছাই
শব্দের সিলুয়েট নাভিশ্বাস বনসাই

রক্তিম রিক্ত নিক তবে তার্কিক 
লাজে লাল ধোঁওয়াচুল মেলে দিলে পারতিস

অগোচর ফেরাঘর লেখা থাক দো'তারায়  
নামে প্রেম খোলামাঠ অপুদের আঙ্গিনা

চেনা দিন অবসাদ অচেনার গেরুয়া
ধুলোপথে রাতরং আমি-তুই, Kerouac