Saturday, December 20, 2014

এই এইখানে হাত রাখো এইটুকু ছুঁয়ে দ্যাখো অজস্রবার
ঐখানে আঙ্গুল রেখে দাঁড়ি কাটো, আঁকো তুলো ও প্রজাপতি
নিজের গরমজামা ভেদ করে নিজেরই পিঠের গরমে হাত রাখো, দ্যাখো একইভাবে পুড়ছে
আঁটসাঁট আমার সমুদ্ররা অনেককাল ঘুমাচ্ছে উতলা রক্তের সাথে উচ্ছ্বাসের পরিচয় ভয় আজ
প্রতিটি নরমে হিম হয়ে যাবে আঙ্গুল অশালীন
ছোঁও আবার, অজস্রবার      

No comments:

Post a Comment

Your Thoughts ...