Friday, May 2, 2014

ওদিকের ওভারব্রিজ

ঐ বিঘে দুই, চড়াই শালিক, সামুদ্রিক, অপার যে
কপাল ঘেঁষে নামলো শরত আলতো ফিরে তাকাচ্ছে

পারতপক্ষ হাতের নখকে ডরাই, তবু খামচিয়ে
ক্রেয়ন ভাঙ্গা - ফরসা জামায় বৃষ্টি লিখে আনছি হে

'দরওয়াজা খোল!' চাবুক বোতলে গিলছি খানিক পরন্তাপ
কহ হে কান্তি, কহ হে কান্তা রাংতালাজুক সীমান্ত

সিঁড়ির নিচে ট্রেনের লম্বা ভয়ের ভিড়, হাড় কাটা
ধরতে পারার আংটি পরাই, দইয়ের ফোঁটা তারিখটায়

বাচনবানী টেক্কা রানী সাহেব গোলাম সন্ধে ভোর।
নৌকাডুবি শীতলশেষে। চোখ ধুয়ে দেয় আদরচোখ

ঘোর মহীয়ান, সান্ডো-সমান, তন্ত্রমন্ত্রনিপাতযোগ
বল পরিখা, টপকাবি আর? পলকা ঠোঁটে কি ভাবছ? 

No comments:

Post a Comment

Your Thoughts ...