কত মলিনতায় কত রাজশিয়রে
ক্ষীণ রশ্মি দীপ জ্বলে ও নিভৃত শান্তনির্ঝরে, অচঞ্চল দিবারাত্রি
সে হিমনীল জাগ্রত, বিন্দুর জন্ম প্রতি আগুয়ান
স্তনপদ্মে, আদিম রক্তিম আভরণ
কে দিয়েছে তাকে এই ভ্রম কেন এই লিপির ধ্বনি হয়ে মধ্যরাতের ভিক্টোরিয়া
আর সকল অন্তরীক্ষের অবসানে
নিবিষ্ট মর্মরমূর্তি মৃত শুয়ে বসন্তবকুল ধোওয়া নাগরিক পিচরাস্তায়।।
_________
SG

No comments:
Post a Comment
Your Thoughts ...