Thursday, November 13, 2014

কিছু তো প্রত্যয় থাকে (যেমন যার) -
তুই প্রলাপ পাঠালি
(তাই সই) ওড়া নীল পাপড়ি বয়ামে জমাই। যত্নে আকাশপ্রদীপ জ্বালি।

রাংতায় মোহময়ী তারাদের শুকরগুজার
চিকিচিকি স্বপ্ন। জোছনার সৈকতে একরাশ অবক্তব্য, রাতগন্ধ, বালি।

হাতে হাত রাখি, অস্থির শিরায় জলপরী। নিচে জড়তার মাটি, ওপরে আঁধারের চালাকি।

মোটামুটি আনমনা রোদ আমার,
দুছটাক বারিশ - কেউ কোত্থাও নেই - সাতরং হয়ে জন্মালি। 

No comments:

Post a Comment

Your Thoughts ...