Monday, October 10, 2016

গান হয়ে যায় আজ যা কিছু বলার মোর যা কিছু ভাবনায়
যেন এ হৃদয়ে গেল আকাশে মেলি পুলকের শিহরণ লাগে গায়

গান হয়ে যায় আজ যা কিছু বলার মোর যা কিছু ভাবনায়
যেন এ হৃদয়ে গেল আকাশে মেলি পুলকের শিহরণ লাগে গায়

চপল তব আঁখি দুটি কোন সুদূরে সদা ধায়
সহসা বাঁধন সব টুটি, মোর মন সাথি হতে চায়
ক্ষণে ক্ষণে মনে শুনি, দূরে কে বাঁশি বাজায়
মানে না এ মন আপনারে, পৃথিবীর কোন সীমানায়

ম্লান হয়ে যায় আজ যাকিছু বিফল মোর যায় অপূরণ বাসনায়
যেন এ জীবন কারো পরশে নূতন দ্বিধা সব অকারণ ঘুচে যায়

চপল তব আঁখি দুটি কোন সুদূরে সদা ধায়
সহসা বাঁধন সব টুটি, মোর মন সাথি হতে চায়
ক্ষণে ক্ষণে মনে শুনি, দূরে কে বাঁশি বাজায়
মানে না এ মন আপনারে, পৃথিবীর কোন সীমানায়

______________________________________
Arunendu Das  

No comments:

Post a Comment

Your Thoughts ...