Saturday, February 14, 2015

দুঃসম্পর্ক

কাঁচ দিয়ে দাগ কাটো ফেঁপে ওঠা পলেস্তারায় চামড়ায়; দেমাকি বীজগুড়ি যেরূপ আরাম প্রত্যাশা করে নখের কাছে। ছড়িয়ে দেওয়া চালের দানা, ট্যালট্যালে গালা ফ্যানের যৌবন অস্থির পাকস্থলীর কাছে যেমন, তেমনই। ফিনকি দেওয়া বারুদঝাঁঝে যতটা প্রশ্রয় ও পাপবোধ খেলা করে - শীৎকারে সুমধুর শোণিত সজ্জায় রাগ ও তৃপ্তি। ঠোঁটের কার্নিশ চেটে হায় সে আকুতি - আমি তো নোনাস্বাদ চিনিনি, আস্বাদ করিনি মিষ্টতার পরাগ। গোলাপবাগিচা রক্তাক্ত, সুদীর্ঘ বহু পক্ষকাল। কার সুখ বা কার ক্ষতির দস্তাবেজ এসব, শুধু কল্পনা ও স্রেফ কল্পনার কারুকার্য। চৌকাঠ পার হও, প্রাত্যহিক অপমানিত হও নিজের খামতির কাছে। জাগরুক হয় অনর্গল বমনেচ্ছা। বুদ্বুদন্যায় ন্যাড়া প্রশ্নাবলী। কে মেলাবে ডান ও বাম? আকাটমুখ্যু পালকছোঁওয়া তাকে পথ চিনিয়েছে। আবছায়া বিভঙ্গ তার আর্তি ও উল্লাস - বাড়ি ফেরার শেষ ট্রাম। ব্রহ্মচর্যের জীবিত চাউনির কাছে পরাভূত হয় তমসা ও পিপাসা। শীতকাল আসে, সুপর্ণাও। বা কোনও নিরুদ্দেশের চৈতালি চকমকি। এই নিরন্তর ট্রাপিজ খেলায় দুলতে থাকে বাকরুদ্ধ, অস্পষ্ট - স্বমেহনের নন্দিত নরকে ফিরতেই থাকে।    
______________________
ISI - Penfight'15. 

No comments:

Post a Comment

Your Thoughts ...