Friday, September 19, 2014

কিছু কলরব

রক্ত জেগে উঠেছে, কিছু পেলে রক্তের স্বাদ
কালশিটে উদ্বেগ, কালিপরা ক্লান্তিতে, কিছু কালো স্তম্ভিত রাত, যবে থাকে সুখে
ক্ষমতার ক্ষত, বিষপুঁজে ধারালো পুরুষত্ব
হাড়হিম শক্তিচাবুকে
রাতনেশা ধরা যাবে নরম, কি নরম, মোলায়ম ধারা -
থাক সে কথা, রাষ্ট্রের কুত্তারা
স্নেহের চুমু দেবে শিয়রে/অধরে
আজও তাই লোহার রড, ব্যাটনের ঝাঁজ
সানন্দে ডানপিটে মানুষ করে।।


প্রধানত সমস্যা একটাই, ক্ষমতার বশে তুমি নেই
আমি শালা পেশির পেয়াদা, তুমি তো আলতো কাঁপবেই
ক্যাম্পাসে হতে পারো প্রতিবাদীসুর/স্লোগান-বাঘিনী
তোমার কামিজ-ব্লাউজ-স্তন- যোনি
কিছু কিছু চিনি
বাকিটা নৈশহস্তক্ষেপে বুঝবো, বোঝাবো
আপাতত লাথি পরেছে, লাঠি পরেছে, এখনও তো পেট্রোল ঢালিনি
মাগি তোর ভাগ্যটা ভালো।



ডিলানে সুমনে কিছু ছিল উদ্ধত বীর
বহু পাল্টে দেব, গান গেয়ে, ভেবেছিল। ভাবে কি করে, কিছু তো দরকার
রাষ্ট্রের থাতির, সময়ে সময়ে
আগেও ভালবেসেছি, এখনও বাসছি, সরকারি চক্রাকার
বজ্রমুঠি ওঠে। নেমে আসে পক্ত শিরদাঁড়া
মর্মরমূর্তিতে কালি লেপতে উঠেপড়ে লেগেছিল যারা।


এত শ্যাওলা, কীট ধুলো - সরকারি দফতর না বাতিল শৌচালয় ?(বিভ্রম বটে)  
আবার কিছু ক্ষীণসুর দিগন্তে ছড়ায়, গলা গর্জায়, বিপ্লব আজও কিছু ঘটে
মূলে কোন অপতৃণ মাঝেসাঝে বুঝে নিতে হয়
বসন্ত এসে গেছে - আবর্জনা জড়, ঝরা পাতার সময়।


No comments:

Post a Comment

Your Thoughts ...