Sunday, December 7, 2014

কেন ওপরে তাকালে
কেন বাঁশি নিলে সুরের কিনারায়
এখুনি জল ছুঁয়ে জাগবে অধরের শ্বাস বারোমাস

স্বপ্নের সাদা রং আর কার ঘুমে যায়
বুকে শুরু হয় ছোট্ট তিল ঠোঁট সোনারুপো খায়
তুলোফুল বোঝে আঙ্গুল, রোগা পথ আপনজন
মরা গাছ কি ছোঁয়াচ পেয়ে ডাকছে

কেন এভাবে ভাসালে
কেন এঁকে নিলে সুধের কালো ঝিল
এখুনি রেলগাড়ি শিখবে শাঁখেদের সুর যতদূর

অকারণ নুড়ি ঘর এল হরিণের মাস
রোদে রিন রিন খেলনা দিন মেঘে জানালাবিলাস
একা চুপ সুরেলাধূপ ছায়াপথ সারাক্ষণ
ব্যথাদাগ কি সোহাগ ছুঁয়ে ডাকছে

কেন এভাবে তাকালে
কেন বাঁশি নিলে সুরের কিনারায়
এখুনি মেঘ ধুয়ে নামবে কুমারীর ঘ্রাণ দিনমান

______________

No comments:

Post a Comment

Your Thoughts ...