Monday, December 22, 2014

শীতের সন্ধ্যায় আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা
তারার নিচে বাতাস বয়ে যায়
আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা

সময় কি আমাদের স্বপ্ন দেখাবে
নাকি নিয়ে যাবে আরও দূরে
চল ভাবি এই আশায় একসাথে হাত ধরে
সেই রোদজ্বলা মিষ্টি শীতের ভোরে বিকেলে

আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা
আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা

এতো কিছু কি আমাদের আজ হওয়ার কথা
ভাবছি যা সময়টা নিয়ে যায় অযথা

______________________
'লুকিয়ে থাকার কথা'


No comments:

Post a Comment

Your Thoughts ...