বিমগ্ন উদাসীন
_________________
কোথায় হারালো রে আমার মন
কোথায় পেল মনের মতো ঠাই
দূরে বহুদূরে যেথা আকাশ নেমে আসে
সবুজ ধান খেতের সীমানায়
আমার নাগরিক মনে ঝড়ের হাওয়া লাগে
বাঁধনগুলো তখন টুটে যায়
আমি জানি চিরদিন জলে ভাসে মেঘছায়া
নদীর ধারা সাগর পানে ধায়
গভীর রাতে ঘুমের শহরে
যখন আলো হটাৎ নিভে যায়
ঘরের দরজায় কাঁপে মোমের আলোছায়া
চাঁদের আলো দাঁড়ায় জানালায়
কোথায় হারালো রে আমার মন
_________________
কোথায় হারালো রে আমার মন
কোথায় পেল মনের মতো ঠাই
দূরে বহুদূরে যেথা আকাশ নেমে আসে
সবুজ ধান খেতের সীমানায়
আমার নাগরিক মনে ঝড়ের হাওয়া লাগে
বাঁধনগুলো তখন টুটে যায়
আমি জানি চিরদিন জলে ভাসে মেঘছায়া
নদীর ধারা সাগর পানে ধায়
গভীর রাতে ঘুমের শহরে
যখন আলো হটাৎ নিভে যায়
ঘরের দরজায় কাঁপে মোমের আলোছায়া
চাঁদের আলো দাঁড়ায় জানালায়
কোথায় হারালো রে আমার মন
No comments:
Post a Comment
Your Thoughts ...