Saturday, December 6, 2014

পাঁচী আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না। পাঁচীর দিকে তাকাইয়া সে বলিল, 'দেখছস? কেডা কারে খুন করল দেখছস? তখন পই কইরা কইলাম; মিয়াবাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার লারবা গো, ছারান দেও। শুইনে মিয়াবায়ের অইল গোসা? কয় কিনা, শির ছেচ্যাঁ দিমু। দেন গো দেন, শিরটা আমার ছেচ্যাঁই দেন মিয়াবাই -' বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গভরে মাথাটা একবার নত করিয়া ভিখু মাথা দুলাইয়া হ্যা হ্যা করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, 'ঠ্যারাইন বোবা ক্যান গো? আরে কথা ক' হাড়হাবাইতা মাইয়া। তোরেও দিমু নাকি সাবাড় কইরা, - অ্যাঁ?'

____________
ভাপা। ধ্যানবিন্দু। আলোকোজ্জ্বল সুবেষ্টিত হন্টনপরিসর ও প্রমোদসরণী।  

No comments:

Post a Comment

Your Thoughts ...