Monday, December 22, 2014

শীতের সন্ধ্যায় আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা
তারার নিচে বাতাস বয়ে যায়
আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা

সময় কি আমাদের স্বপ্ন দেখাবে
নাকি নিয়ে যাবে আরও দূরে
চল ভাবি এই আশায় একসাথে হাত ধরে
সেই রোদজ্বলা মিষ্টি শীতের ভোরে বিকেলে

আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা
আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা

এতো কিছু কি আমাদের আজ হওয়ার কথা
ভাবছি যা সময়টা নিয়ে যায় অযথা

______________________
'লুকিয়ে থাকার কথা'


Saturday, December 20, 2014

এই এইখানে হাত রাখো এইটুকু ছুঁয়ে দ্যাখো অজস্রবার
ঐখানে আঙ্গুল রেখে দাঁড়ি কাটো, আঁকো তুলো ও প্রজাপতি
নিজের গরমজামা ভেদ করে নিজেরই পিঠের গরমে হাত রাখো, দ্যাখো একইভাবে পুড়ছে
আঁটসাঁট আমার সমুদ্ররা অনেককাল ঘুমাচ্ছে উতলা রক্তের সাথে উচ্ছ্বাসের পরিচয় ভয় আজ
প্রতিটি নরমে হিম হয়ে যাবে আঙ্গুল অশালীন
ছোঁও আবার, অজস্রবার      

Tuesday, December 16, 2014

- That's something that would come out in a trial.
- There's not gonna be a trial. There's not gonna be an arrest. And there's not gonna be an investigation. Mine's gonna be one of the 700,000 untested rape kits, so I started this website.
- Do you know who Sloan Sabbith is?
- Sure.
- She's my girlfriend.
- Well done.
- About, I don't know, a year and a half ago, she was dating this guy and they broke up and he was pissed. She'd posed for him, some naked pictures, and he posted them on a site called RevengePorn.com. I remember. What did she do? She broke his jaw, but I'm not recommending that. 
- This isn't revenge. It's a warning. It's a public service. Do not go on a date with these guys. Do not go to a party with these guys. Do not give these guys a job ever. Wait, they're avoiding jail and you think I'm being too harsh?
- Don't you think there's a chance that somebody's gonna use the site as revenge? That somebody's gonna make up a story and ruin a kid's life? Jeff got into Stanford Medical School. Not anymore.There were NFL teams looking at Brandon. Not anymore.
- Yeah, you can imagine how sad that makes me.
- Don't you think there's a chance that somebody, a woman who feels rejected...
- Yeah, bitches be bitches.
- I get it. I'm just saying that if a grown man who works in arbitrage at one of the biggest banks in the world can post naked pictures of his ex on RevengePorn.com...
- Yes, I think there's a chance and I've weighed the cost benefit. I have. If another girl got raped because I didn't say anything or because someone else didn't say anything...
- I know.
- You don't know.
- And you're right about that, too.
- Then what am I wrong about? What am I wrong about?

________

- The law is plainly failing rape victims. That must be obvious to you. It is, but in fairness, the law wasn't built to serve victims.
- In fairness?
- I know.
- Do you believe me?
- Do I believe you? Of course I do. 
- Seriously.
- I'm not here on a fact-finding mission. 
- I'm just curious. Be really honest.
- Okay. I've heard two competing stories. One from a very credible woman who as far as I can see has no reason to lie. The other from a guy I judge to be a little sketchy who has every reason to lie and I am... I'm obligated to believe the sketchy guy.
- This isn't a courtroom. You're not legally obligated to presume innocence.
- I believe I'm morally obligated.
- You know, you're a good guy, but do people tell you a lot that your head's up your ass?
- They do, and I absolutely allow for that possibility. I'm the guy who goes around saying OJ's not guilty because a jury said so.
- I'm not gonna get a jury.
- I know, and I can imagine how frustrating...
- No, you can't imagine.
- No, I can't. But it is a huge, dangerous, scary-as-shit mistake to convene your own trial in front of a television audience where there's no due process, no lawyers, no discovery, no rules of procedure, no decisions on admissible evidence, threat of perjury, confrontation of witnesses or any of the things we do...
- To ensure that rapists go to Stanford Medical School.
- To ensure an innocent person isn't destroyed.
- The law can acquit.
- The Internet never will. The Internet is used for vigilantism every day. But this is a whole new level and if we go there, we're truly fucked.
- I'm not a vigilante.
- Do you want to live in a world where...
- Do you want to hear the advice I get? I mean, this is real advice. In pamphlets. Say you have a boyfriend. Wear a wedding ring. I'm supposed to protect myself from a man by pretending I'm the
property of another man. And, of course, there's no shortage of good fashion advice.
- Mary.
- When you came in here, you wanted to go to a public place because you were scared I'd cry rape. I'm scared of getting raped. I'm scared all the time. All the time. So you know what my site does? It scares you. It scares the living shit out of any guy who thinks even once about putting his hands on someone without an invitation.
- You're right to name your attacker. You may even be obligated to. But the site is gonna clobber an innocent person and there is no chance that it won't. And if you face off with the guy you've accused on TV, it is going to be a lawless food fight with irreversible, irretrievable consequences. Teams will be formed, you will be slut-shamed, and you won't get the justice you're looking for. That's why I'm asking you to refuse.
- I don't understand why you need me to refuse. It's your show. Why don't you just not do it?
- I've been overruled. It's a promotable story that'll bring in a younger audience. 
- I don't have a problem with that. 
- It's sports, Mary. It'll be covered like sports.
- I'm gonna win this time.
- All right.
- Thanks for hearing me out.
- We'll be in touch with you.

______________________________________________
The Newsroom S03E05

'Justice has been hijacked by the media' | NUJS

Saturday, December 13, 2014

এ মনের ভাব একদিনে হয় নাই। কত রূপে কত সাজেই যে বন্যপ্রকৃতি আমার মুগ্ধ অনভ্যস্ত দৃষ্টির সম্মুখে আসিয়া ভুলাইল! - কত সন্ধ্যা আসিল অপূর্ব রক্তমেঘের মুকুট মাথা, দুপুরের খরতর রৌদ্র আসিল উন্মাদিনী ভৈরবীর বেশে, গভীর নিশীথের জ্যোৎস্নাবরনী সুরসুন্দরীর সাজে হিমস্নিগ্ধ বনকুসুমের সুবাস মাখিয়া, আকাশভরা তারার মালা গলায় - অন্ধকার রজনীতে কালপুরুষের আগুনের খড়গ হাতে দিগ্বিদিক ব্যাপিয়া বিরাট কালীমূর্তিতে। (১৬)


আমি পাকুড় গাছের ঘন ছায়ায় দাঁড়াইয়া যখন যখন জয়পালের সঙ্গে কথা বলিতাম, তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলের নিবিড় শান্তি ও গৃহস্বামীর অনুদ্বিগ্ন নিস্পিহ ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত। ছুটোছুটি করিয়া বেড়াইয়া লাভ কি? কি সুন্দর ছায়া এই শ্যাম-বংশী বটের, কেমন মন্থর যমুনাজল, অতীতের শত শতাব্দী পায়ে পায়ে পার হইয়া সময়ের উজানে চলিয়া যাওয়া কি আরামের! (৩৩)        


যাক না ঘোড়া আস্তে বা জোরে, শৈলসানুতে যতক্ষণ প্রথম বসন্তে প্রস্ফুটিত রাঙা পলাশ ফুলের মেলা বসিয়াছে, পাহাড়ের নীচে, উপরে, মাঠের সর্বত্র ঝুপসি গাছের ডাল ঝাড় ঝাড় ধাতুপফুলের ভারে অবনত, গোলগোলি ফুলের নিষ্পত্র দুগ্ধশুভ্র কাণ্ডে হলুদ রঙের বড় বড় সূর্যমুখী ফুলের মত ফুল মধ্যাহ্নের রৌদ্রকে মৃদু সুগন্ধে অলস করিয়া তুলিয়াছে - তখন কতটা পথ চলিল, কে রাখে তাহার হিসাব? (৩৭)


জ্যোৎস্না আরো ফুটিয়াছে, নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য, চারিধারে চাহিয়া মনে হয় এ সে পৃথিবী নয় এতদিন যাহাকে জানিতাম, এ স্বপ্নভূমি, এ দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রে, তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু, বনের ফুল যারা ভালবাসে না, সুন্দরকে চেনে না, দিগ্বলয়রেখা যাদের কখনও হাতছানি দিয়া ডাকে নাই, তাদের কাছে এ পৃথিবী ধরা দেই না কোন কালেই। (৪৩)  


কিন্তু অনন্যমনা হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাক, তাঁর সর্ববিধ আনন্দের বর, সৌন্দর্যের বর, অপূর্ব শান্তির বর তোমার উপর অজস্রধারে এত বর্ষিত হইবে, তুমি দেখিয়া পাগল হইয়া উঠিবে, দিনরাত প্রকৃতিরানী তোমাকে শতরূপে মুগ্ধ করিবেন, নুতন দৃষ্টিতে জাগ্রত করিয়া তুলিবেন, মনের আয়ু বাড়াইয়া দিবেন, অমরলোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন। (৬৪)

জনশূন্য বিশাল লবটুলিয়া বইহারের দিগন্তব্যাপী দীর্ঘ বনঝাউ ও কাশের বনে নিস্তব্ধ অপরাহ্নে একা ঘরার উপর বসিয়া এখানকার প্রকৃতির এই রূপ আমার মনকে অসীম রহস্যানুভূতিতে আছন্ন করিয়া দিয়াছে, কখনও তাহা আসিয়াছে ভয়ের রূপে, কখনও আসিয়াছে এক নিস্পহ, উদাস, গম্ভীর মনোভাবের রূপে, কখনও আসিয়াছে কত মধুময় স্বপ্ন, দেশবিদেশের নরনারীর বেদনার রূপে। সে যেন খুব উচ্চদরের নীরব সঙ্গীত - নক্ষত্রের ক্ষীণ আলোর তালে, জ্যোৎস্নারাতের অবাস্তবতায়, ঝিল্লীর তানে, ধাবমান উল্কার অগ্নিপুচ্ছের জ্যোতিতে তার লয়-সঙ্গতি। (৬৫)


আর কী সে জ্যোৎস্না! কৃষ্ণপক্ষের স্তিমিতালোক চন্দ্রের জ্যোৎস্না বনে-পাহাড়ে যেন একশান্ত, স্নিগ্ধ, অথচ এক আশ্চর্য রূপে অপরিচিত স্বপ্নজগতের রচনা করিয়াছে - সেই খাটো খাটো কাশ-জঙ্গল, সেই পাহাড়ের সানুদেশে পীতবর্ণ গোলগোলি ফুল, সেই উঁচুনিচু পথ - সব মিলিয়া যেন কোন বহুদুরের নক্ষত্রলোক - মৃত্যুর পরে অজানা কোন অদৃশ্য লোকে অশরীরী হইয়া উড়িয়া চলিয়াছি - ভগবান বুদ্ধের সেই নির্বাণলোকে, যেখানে চন্দ্রের উদয় হয় না, অথচ অন্ধকারও নাই। (৬৭)


চারিধার নীরব নিস্তব্ধ -পূর্ব তীরের ঘন বনে কেবল শৃগালের ডাক শোনা যাইতেছিল - দুরের শৈলমালা ও বনশীর্ষ অস্পস্ত দেখাইতেছে - জ্যোতস্নার হিমবাতাসে গাছপালা ও ভোমরা লতার নৈশপুষ্পের মৃদু সুবাস ... আমার সামনে বন ও পাহাড়ে বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হ্রদের বুকে হৈমন্তী পূর্ণিমার থৈ থৈ জ্যোৎস্না ... পরিপূর্ণ, ছায়াহীন, জলের উপর পড়া, ক্ষুদ্র ক্ষুদ্র বীচিমালায় প্রতিফলিত হওয়া অপার্থিব দেবলোকের জ্যোৎস্না ... ভোমরা লতার সাদা-ফুলে-ছাওয়া বড় বড় বনস্পতিশীর্ষে জ্যোৎস্না পড়িয়া মনে হইতেছে গাছে গাছে পরিদের শুভ্র বস্ত্র উড়িতেছে ... (৭৩)

       
_____________
প্রস্তাবনা - অষ্টম

Laughter settled on hedges and the dry mist. In the strict sweeps of draught the red shine of the big letters of advertisements froze and got struck on the wonders of the eyes peeping out into the city which tucked over its quilt. The glad miscreants, the smokers of the Quidish tobacco, and foxtrot dancers could no longer be seen. Together the two chased the fading daylights and returned home, where fur-lined sleep with a sponge touch of ice was awaiting them in warm hearth. 
বিমগ্ন উদাসীন
_________________


কোথায় হারালো রে আমার মন
কোথায় পেল মনের মতো ঠাই
দূরে বহুদূরে যেথা আকাশ নেমে আসে
সবুজ ধান খেতের সীমানায়

আমার নাগরিক মনে ঝড়ের হাওয়া লাগে
বাঁধনগুলো তখন টুটে যায়
আমি জানি চিরদিন জলে ভাসে মেঘছায়া
নদীর ধারা সাগর পানে ধায়

গভীর রাতে ঘুমের শহরে
যখন আলো হটাৎ নিভে যায়
ঘরের দরজায় কাঁপে মোমের আলোছায়া
চাঁদের আলো দাঁড়ায় জানালায়

কোথায় হারালো রে আমার মন

Sunday, December 7, 2014

পশমের সেই ভাঁজে একের আরেকের কারুসাজে লুকিয়ে থাকা দানারা জড়তার আব্বুলিশ মেখে গহনে ভেড়ে, চামড়ার উপরিস্তরে ভীতির আর্দ্র হিম ও সঙ্কোচে কেঁপে ধরা দেয় না তাই অসহায় অঙ্গুলিসঞ্চারে হারিয়ে ফেলা, আবার, জোড়ায় জুড়ে থাকা খসখসে মোমগুঁড়ো। আমার আঙ্গুলের মাথা যতটুকু প্রশ্বাসে ঐ শহরের মানচিত্র ও নালিনালা, মানুষের গতিপথ ও কালের সজীব স্বচ্ছতোয়া শিখে নিচ্ছে, ঘাম, যা কি না জলের অনুভূতি, আমার আলতো আঙ্গুলের বর্ণচোরা গলে জড়িয়ে তন্তু বিস্তার করে অসম্ভব শীতল হয়ে আসাটায়। কিছুকালের সেই অসঙ্গতি, প্রান্তের লাল বা ফিকে বাদামি জলাধারের পথ, আলগা বিসম্বাদের কাঁটা শিউরে খানিক দমে যায়। পাহারিয়া টিলায় উচ্চতার মাপ কেটে কেয়ারি সবুজতায় আবাদি। উড়োজাহাজের হাজার ত্রহ্যস্পর্শে চুম্বক পেয়ে ঘুরে গেছে চাকা। এঁকেবেঁকে দিব্য হেরে যাওয়া বৃত্তের স্বাধীনতায়। অথবা মাতালের আধোব্যাঞ্জনা। অস্ফুট বা বদ্ধ অধরের আচমক উচ্চারণে যত ধ্বনি ফেটে নক্ষত্র বা নভোনীলে কেটে যায় ধুসর শলাকা, তেমনই মিহি রেখাসম্পাত। সেই শহরের সারেঙ্গিসুর মধুছায়া শতদীপে উজ্জ্বল, কিছু মোহনায় ঘোলাটে ছিপ বুদ্বুদে রাজরশ্মির উদ্দমতায় কি নিন্দা, বা স্রোতসঙ্গমের উথালিপাতাল। এ শতাব্দীতে গোলাপির রহস্য থেকে যাবে, কঠিন নির্গন্তব্য সে দোহারের দোপাটি। ছিন্নমূল রেলগাড়ির আজান প্রাণ ছোঁওয়ায় একাগ্র চাষি সিড়িঙ্গে একবগগা তালের ঝাড়ে মাঠময় তবু দ্যুতি উথলিয়ে আঁচড় এলোমেলো খেলে না পাকা ধানের বা জলডিঙ্গির গাঢ় জলে। যেতে পারত, মন চায় যেরূপ, ঘাট অথবা পিলসুজের ক্রোশে, লাইন পাতা তার দিক থেকে ধুসরে। নিশ্চয়ই সেখানে শামুকের তাচ্ছিল্যে, সময় থামে, আর খসে পরে তার বহু জারিজুড়ো। সেই শহরের হিমজিজ্ঞাসায় শতাধিক রক্তপ্লাবন আসে, তবু দম না ভেঙ্গে বিন্দুর স্বেদুক্তি দিয়ে অবর্ণনীয় ঘূর্ণনের আস্ফলন। ছি স্নায়ুর ইতরামি, কোথায় লুকিয়ে আধোঘুমের উপশিরা, হয়তো বা জেগে আছে, কাতর লালিত্যে। সে শহর গুতিয়ে নেয় সব মহড়া, ঝাঁপ ফ্যালে সব আয়োজন ও মিশিয়ে যায়। আত্মলাজে হতবাক চমকে জাগে, রক্তে আসা যাওয়ার মাঝে যে বক্র হাহাকারের শুকতারায়  জলছাপ, একটা হাত আরেকটা হাত রোষে ধরার পিঠোপিঠি নকশায়, স্মরণে ও স্পর্শে, এক শীতের নির্বিকল্প শুষ্কতায় সে যে বড় জটিল এক অসুখ।          
কেন ওপরে তাকালে
কেন বাঁশি নিলে সুরের কিনারায়
এখুনি জল ছুঁয়ে জাগবে অধরের শ্বাস বারোমাস

স্বপ্নের সাদা রং আর কার ঘুমে যায়
বুকে শুরু হয় ছোট্ট তিল ঠোঁট সোনারুপো খায়
তুলোফুল বোঝে আঙ্গুল, রোগা পথ আপনজন
মরা গাছ কি ছোঁয়াচ পেয়ে ডাকছে

কেন এভাবে ভাসালে
কেন এঁকে নিলে সুধের কালো ঝিল
এখুনি রেলগাড়ি শিখবে শাঁখেদের সুর যতদূর

অকারণ নুড়ি ঘর এল হরিণের মাস
রোদে রিন রিন খেলনা দিন মেঘে জানালাবিলাস
একা চুপ সুরেলাধূপ ছায়াপথ সারাক্ষণ
ব্যথাদাগ কি সোহাগ ছুঁয়ে ডাকছে

কেন এভাবে তাকালে
কেন বাঁশি নিলে সুরের কিনারায়
এখুনি মেঘ ধুয়ে নামবে কুমারীর ঘ্রাণ দিনমান

______________

Saturday, December 6, 2014


(35)
It is so strange, she concluded after they had exhausted all the wild beasts lurking in the forest of their flesh, that love and loathing, joy and distress, quietness and noise, all eventually blur and one is left wondering where one started and the other ended.   

(42)

The scatter of golden light, in the pitch darkness, unveiled with gratifying clarity what the couple had created: exquisitely molten eyes, the fragile incline of nose, and already, a clavicle of such elegance that lovers will expound its winged merit in letters years from now. However, it was more than his physical loveliness which overcame her: the awareness that this former tenant of her womb was a melange of their moods and dreams and history elicited in her a love for Vardhmaan, which she had not anticipated childbirth - of all experiences - might forge.  

(61)
At that moment, it struck Anuradha, that years from now, in the larger scheme of life, it would not be the evident things, or things of measure, but the impalpable, unmattering inklings which stay with them for ever: promises we ought never to have made, words that shouldn't have been spoken, glances we should not have cast. 

(62)
Is there for such an hour of the evening, a song? A song, whose note or phrase will take me by the arm, slip its finger into mine, and lend a space inside of which this occurrence might occur? 
A song of our time? A song of dusk? 

(72) 
Each night his stallion's legs shuddered as he rammed Edward again and again, such gentle violence, such refined debauchery, until all of Edward melted like the frost on the grass and felt he was everywhere: a liquid of flesh spreading over the bed sheets, over the Indian's sweating body, over the floor. 
'Does it hurt?'
'All love hurts,' Edward answered, dripping with sweat in the unreasonably cold English night. 

(73)
That evening their lovemaking was urgent and insane and, conducted to the melodic, circular cries of the black cuckoo, it was infused with a lyrical quality neither had encountered before. As he watched his lover grit his teeth with passion, Edward thought: I am Desire's secret, And Love's pariah.

(87) 
'There are losses to mourn and songs to sing. Oh, look, Anuradha, the rains are here!' Indeed, startingly silver spears of rain ambushed down, changing the topography instantaneously; the red earth heaved its arid chest to the liquid embrace of the mausam. 

(115)
But the honeymoon was long over, and now, when she gazed upon all that had happened afterward, she was overwhelmed by the realisation that the only purpose of innocence was that it had to be lost, and the most defining characteristic of love was that it must be longed for.


(166) 
As the train rolled into motion, the dusty city started to fade like the ellipsis points in a plaintive verse, and soon they were immersed into the blurs of countryside vignettes: white Bramha bulls tilling loamy black earth: crested egrets in the rice fields.

(198) 
'It's bigger than us,' Anuradha accepted. 'So we confuse ourselves over it. And of course, its vastness overwhelms. But then that is the only lesson in life. How to love. How to love well, with a detached eye but a concerned hand. How to understand and surrender to its countless contradictions. Most importantly, though, how to never stop loving.'

(251)
'People tear. Did I ever tell you that? We break and tear. Like cloth and furniture and everything in between.' Her voice was a curious blend of reverie and disdain. 'Awful truth is, we're in this alone. And there's no help coming. Of course I don't have any answers. But getting someplace with thirty-six bedrooms to hide in is definitely the way to bet. Now tell me what you think, lilies for my hair or white hibiscus?' 

_______________
LSD-SDS
পাঁচী আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না। পাঁচীর দিকে তাকাইয়া সে বলিল, 'দেখছস? কেডা কারে খুন করল দেখছস? তখন পই কইরা কইলাম; মিয়াবাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার লারবা গো, ছারান দেও। শুইনে মিয়াবায়ের অইল গোসা? কয় কিনা, শির ছেচ্যাঁ দিমু। দেন গো দেন, শিরটা আমার ছেচ্যাঁই দেন মিয়াবাই -' বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গভরে মাথাটা একবার নত করিয়া ভিখু মাথা দুলাইয়া হ্যা হ্যা করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, 'ঠ্যারাইন বোবা ক্যান গো? আরে কথা ক' হাড়হাবাইতা মাইয়া। তোরেও দিমু নাকি সাবাড় কইরা, - অ্যাঁ?'

____________
ভাপা। ধ্যানবিন্দু। আলোকোজ্জ্বল সুবেষ্টিত হন্টনপরিসর ও প্রমোদসরণী।