অকস্মাৎ ভুলের মত, বা অনবরত বিপর্যয়
জ্বালা জিনিস, সুনিবিড় আতঙ্কে, অবহেলায় ঘটে চলে কয়েকমাস আগের মতই
তাত্ত্বিক আলগোছে গিলে নিই খর্বকার কৌতূহল, নরকভোগ,
বা দিকবিদিক সাইরেন, ঠোঁটচাটা পরিণাম
ভ্রান্তিলিপি লেখা আছে সর্বনামে ।
অথবা চাওয়া কোন কালে, কোন এক মুর্খামি অভিলাষ
নিছক গৃহস্থের দুছটাক সূর্য বা অপরিচিত মুগ্ধতায়
লাল মাখে সাবলীল, ফিক হাসে চারিপাশ
চুপ থাকে চাহুনি, দূরে দাঁড়ায় অপেক্ষা
বর্ষার ঝঞ্ঝায়, শ্রাবণের চিৎকারে ফিরে ফিরে আসে
( কে যেন বলেছিল) দেবতারা তাকে ভালবাসে ।
______________________
দু'চার কথা এবং third person plural(?)
জ্বালা জিনিস, সুনিবিড় আতঙ্কে, অবহেলায় ঘটে চলে কয়েকমাস আগের মতই
তাত্ত্বিক আলগোছে গিলে নিই খর্বকার কৌতূহল, নরকভোগ,
বা দিকবিদিক সাইরেন, ঠোঁটচাটা পরিণাম
ভ্রান্তিলিপি লেখা আছে সর্বনামে ।
অথবা চাওয়া কোন কালে, কোন এক মুর্খামি অভিলাষ
নিছক গৃহস্থের দুছটাক সূর্য বা অপরিচিত মুগ্ধতায়
লাল মাখে সাবলীল, ফিক হাসে চারিপাশ
চুপ থাকে চাহুনি, দূরে দাঁড়ায় অপেক্ষা
বর্ষার ঝঞ্ঝায়, শ্রাবণের চিৎকারে ফিরে ফিরে আসে
( কে যেন বলেছিল) দেবতারা তাকে ভালবাসে ।
______________________
দু'চার কথা এবং third person plural(?)
No comments:
Post a Comment
Your Thoughts ...