Sunday, July 21, 2013

অশরীরী

(WC)

তখন একটা নাম ছিল
ধাম ছিলবর্ণ ছিলগোত্র ছিলধর্ম ছিল। উঁচু-নিচু ছিলম্লেচ্ছ বর্ণ ভেদ ছিল। মনিবের রক্তচোখ ছিলগরিবের নরকভোগ ছিল। ওদের ওই ছিলআমাদের এই ছিল। ফার্স্টক্লাস-থার্ডক্লা
 ছিল।

হঠাৎ ঘটনাটা ঘটল। পুরোদস্তুর অকস্মাৎ। ভুক্তভোগী সকলেই।

সকলেরই আগের সবকিছু চেঁছেপুঁছে সাফ করা হল। পুরোপুরি।

প্রান্তর জেলার রেলগাড়ির দোমড়ানো-মোচড়ানো লাশের ভেতর রক্ত মিশেছিল শূদ্ররচামারের গোটা পরিবারেরআর রংদার উচ্চর্বগীয়দেরও  

এখন সবার অবয়ব বেঁচে স্রেফ একটা সংখ্যা নিয়ে-কপালে দেগে দেওয়া। কায়াহীনের কাহিনী।

তুমিও দাঁড়িয়ে দেখলেআমিও দেখলাম।

No comments:

Post a Comment

Your Thoughts ...