Sunday, July 28, 2013

Of Half Glances

She smells of rain, Elven, and speaks of grass
She walks by time, sublime, and smiles innocuous

The never or not, the overshot, the sight of green
Of red or blue, long overdue, blessed unseen.
  

Is the gift of Rome, monochrome, the trust of wood
In starry nights, fireflies, misunderstood

I think of haste, summertaste, or the blood of blind
Well whatever, yeah, whatever, nevermind.

_________________

Footnotes : 
(1) " I'm standing on a ledge and your fine spider web
       Is fastening my ankle to a stone. "

(2) " রাত্রের আলো তুমি, ভিখিরির তেরপল ... 
       মাতালের ঘুম খেয়ে স্পিড তোলা বাস ...
       বালিশের খোলামাঠে শ্রাবণের লাশ " 
(3) ----------

Thursday, July 25, 2013

অসহায় স্বপ্নদর্শন-বিদ্যাবিষয়ক

আমাদের রেগুলার হাপিত্যেশ আর কুলীন বাদামভাজার মধ্যে যে কটাস করে চৌচিরের প্রথাগত লেনদেন আতাগাছের তোতার মতই প্রাণপ্রাচুর্যে উথালিপাতালি ও নোনাবালির মতই উরিব্বাপ নোনতা, তা তর্কের খাতিরে ব্যায়সাপেক্ষ তো বটেই । তাই এই পরের আসমানি কালো কবতে, যাতে কবি হাতেনাতে ছবি এঁকেছেন, দীর্ঘক্ষণ সময় ধরে নিজেকে খিস্তি করেছেন, এবং শেষ পর্যন্ত বুঝিয়েছেন ব্রেন-ব্যায়াম তাঁর পক্ষে নির্দলের পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভের মত উজ্জ্বল । 

তোরে আমি শাড়ি দিব, খাঁজকাটা বড় কলসি
মায়ের দিব্বি আমি তোরে সত্যিকথা বলসি

ধুত্তোর! এর'মভাবে এগারোনম্বর পঙক্তিটি উড়ে, জুড়ে বসবে, জান্তেম নি । এই জন্যে বাবার প্রসাদ লিগালাইজ করা উচিত, সর্বজনউন্নতিপ্রকল্পস্বার্থে, মানবজাতির এভিএশন চরিতার্থে। অশালীনতার ও তো একখান শরীর থাকে, না কি? তাই পরের পার্ট -

মাখন দিব, দুধ দিব, চাইবি যতেক লঙ্কা 
রাত্রিবেলা সোহাগ দিব ( ধুত্তোর আশঙ্কা!) 

আবার ধুত্তোর কীসের? লঙ্কাই বা কেন, বাঙ্গাল নাকি! শিতলা যয্ঠীতে নিউ পারুল অর্কেস্ট্রা খাসা কোকিলকণ্ঠী "ঝাল লেগেছে (x২) ঝালে মরে যাই  (x২)" নামিয়েছিল । বসন্ত কেবিনে যেই সেদিন মোটা মামলেট খেতে ঢুকছি অমনি মহেন্দ্রকণ্ঠে, "চুতিয়া, করাত গলায় রেখে পরের লাইনগুলো লিখিয়ে নিতে হবে না কি বাছাধন!" অতএব, বিধানসরণী থেকে ২২১ ধরে সোজা তিব্বত । 

আমি যামিনী তুমি শশী হে
কি ঝিলিক দিচ্ছ হে ম৺সিয়ে 

"একটু মাংসটা চেখে দেখবি, রেঁধেছি কষিয়ে!" বালাই ষাট ! পাঁঠাকে যে  অবজ্ঞা করেছে তাকে বর্ষায় আমর্হায্ট স্ট্রীটে চুবিয়ে নরকের কোথায় ফেলতে হবে তা দান্তে-ও লিখে যাননি । তাই সুরুয়া টা সুরুতসে লিপটিয়ে যেই না পর্ণগ্রাফির আঁচিল চুলকাচ্ছি অমনি কুত্তাগুলো ভোররাতের রেওয়াজ " নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা, বুঝিবা পথ ভুলে যায় - ইত্যাদি" গেয়ে মেটিংধ্বনি আউরালো । এখন তো পচা ভাদ্দর নয়, তাহলে ক্যামনে?! 

ভয় পেয়োনা, ভয় পেয়োনা, আমি তোমাকে মারব না
চটুল চমক দিচ্ছে ধমক, বিকিনি পরতে পারব না

ধ্যার, আজকাল দাঁড়িপাল্লার নিচে এত ম্যাগনেট লাগানো থাকে না, কোনকিছুরই মুল্য বোঝা দায় । এক্সেপ্ট দাড়ির প্রাইসভ্যালু, তর্কাতিত কেতাসুলভ ও দেবতাসিদ্ধ । বালিগঞ্জে বাসে "এই তো মানিকতলায়, দাঁড়া, পাঁচমিনিটে ঢুকছি", দাঁড়কাকও বিলুপ্তপ্রায় । তাই এই রাত্রিচৌপ্রহরে খানিকবৎ দাড়ি, থুরি, দারই, ধুশ, ডারি, আবে, দাড়ই, ধুচ্ছাই, দারী ... 

জোরসে ঘুম লেগেছে । আশি । 

Wednesday, July 24, 2013

Of A Regular Absentee

Let's keep all our clearcut martyrdom in zipped glycerines and muted trivialities, our inconsistent rainfalls in black syllables and sharp roadblocks, our dying notions in stale headlines and oversized bedrooms, our bland conversations in sharp failures and brighter nothingness -

Why did he do so? 

Why didn't he? 
Wasn't he meant to? 
Did he fall asleep? 
Was he missing his verdigris scarf? 
Didn't his shoe fit him perfect?  
Did he miss the bell, the dog barks? 
Was it the shadow that pestered his frown? 
Did they serve him the severed head of the black stallion in a sliver-rimmed plate? 

The combs gathered. The files seethed. The noise echoed. 

The spring slept. The roads winked. The ships jumped. 
The sweat sailed. The voice burnt. The choice faded. 
The beast shrugged. The imposter flew. The orchids grew. 
The scenes drowned. The idiots got lost. And maybe got found.

And you are shoved into your throat the daily observances of pathetic lunatics, breezy cougars, and cheap suitmakers who travel in the thickets of Alaskan dreariness or clamped-down autocracies of woebegone Communists, or even wake up to howls of famished cats, underdogs or African molluscs when they search for dirigibles painted with Ten Commandments, LedZep ballads and bestial mockeries while fabled gunmen in gold-lined Aviators check for your vital fluids or dilating pupils or dysfunctional cerebellum at the dead of your most violent night.


____________________
Am I the only one? 
Am I the only one? Am I the only one? 
*insert appropriate insignia of fallout burden, stale habits and unrectified ideas*

Tuesday, July 23, 2013

Untitled #3

অকস্মাৎ ভুলের মত, বা অনবরত বিপর্যয়
জ্বালা জিনিস, সুনিবিড় আতঙ্কে, অবহেলায় ঘটে চলে কয়েকমাস আগের মতই
তাত্ত্বিক আলগোছে গিলে নিই খর্বকার কৌতূহল, নরকভোগ,
বা দিকবিদিক সাইরেন, ঠোঁটচাটা পরিণাম
ভ্রান্তিলিপি লেখা আছে সর্বনামে ।

অথবা চাওয়া কোন কালে, কোন এক মুর্খামি অভিলাষ
নিছক গৃহস্থের দুছটাক সূর্য বা অপরিচিত মুগ্ধতায়
লাল মাখে সাবলীল, ফিক হাসে চারিপাশ
চুপ থাকে চাহুনি, দূরে দাঁড়ায় অপেক্ষা
বর্ষার ঝঞ্ঝায়, শ্রাবণের চিৎকারে ফিরে ফিরে আসে
( কে যেন বলেছিল) দেবতারা তাকে ভালবাসে ।


______________________
দু'চার কথা এবং third person plural(?) 

Sunday, July 21, 2013

Of Ruminating Lolita

(WC)

A gift had arrived in a thermocole encasing, along with a letter. The diamond-encrusted dial of the watch shone with an intent of apology. The letter said so, in hand-written words; however, starkly with a pallor of no concern at all.



“Lolita,

Leave was denied.
Will try to return next month ...”

She spent that afternoon disconcerted, toying, breaking the encasing into million pieces,globules floating all around, love lost.


“Mister,” she later came to my apartment, “can you help me clean my mess?”


The heavy-seated eyes sought embrace frantically.


Then, unconsciously,she uttered, “Maybe I should set them to fire. It’s easier, swallows everything quickly.”





Cornerstones :  Married Lolita - thermocole - confinement - voyeuristic love.

                       Approx. 100 words.
                     

অশরীরী

(WC)

তখন একটা নাম ছিল
ধাম ছিলবর্ণ ছিলগোত্র ছিলধর্ম ছিল। উঁচু-নিচু ছিলম্লেচ্ছ বর্ণ ভেদ ছিল। মনিবের রক্তচোখ ছিলগরিবের নরকভোগ ছিল। ওদের ওই ছিলআমাদের এই ছিল। ফার্স্টক্লাস-থার্ডক্লা
 ছিল।

হঠাৎ ঘটনাটা ঘটল। পুরোদস্তুর অকস্মাৎ। ভুক্তভোগী সকলেই।

সকলেরই আগের সবকিছু চেঁছেপুঁছে সাফ করা হল। পুরোপুরি।

প্রান্তর জেলার রেলগাড়ির দোমড়ানো-মোচড়ানো লাশের ভেতর রক্ত মিশেছিল শূদ্ররচামারের গোটা পরিবারেরআর রংদার উচ্চর্বগীয়দেরও  

এখন সবার অবয়ব বেঁচে স্রেফ একটা সংখ্যা নিয়ে-কপালে দেগে দেওয়া। কায়াহীনের কাহিনী।

তুমিও দাঁড়িয়ে দেখলেআমিও দেখলাম।

Sunday, July 14, 2013

He Who Won

(WC)

The colossal undertones of sacred serenity engulfed the deepest pores, the faintest linings, even the dormant epidermis, mucus and memories. The rush was soft, swift but overpowering, cheerfully acrid and terribly dry. Like those million colourful butterflies without a scent or name, galloping about the thin strands of heavy air. Calm was all it was. 


Cosmic death was collecting her souvenirs. She picked up the marrows and defaced effigies of futility. She was in no hurry, though she had much to to. 

'How red is my river? '

His duty obfuscated such an inquiry from his moral medulla. he crossed heaps of hardened muscles and unacknowledged bravery, of patient wives and wide-eyed progeny, who would script the days of yore. All dust, cheap dust, easily blown.

Known faces and acquaintances ushered him with a glance that was stiff, stern, capturing a passion that transgressed order or pedigree. It was savagery. 


It was war. 

Among those strewn was a silent boy, brave, who had embraced the cheer of the world beyond; but not death. No, not death. 

Convulsion hit him hard.

'How black is my soul? '

So murmured Arjun in a strange fixation as he passed out into wretched oblivion, putrid silence of the morning sun and an unthankful victory.



__________________

Credit/ Cornerstone : A nameless instrumental ballad.

Friday, July 5, 2013

নিজহস্তে মাতামাতি ও গোপনে ডিমপাড়া

(WC)

অনন্তের শেষ শীতকাল যে এ শতাব্দীর ও শেষ শীতকাল হবে, তা বোধহয় শুকনো পলেস্তরায় কেউ দেগে দেইনি, পারেনি বলেই হয়তো | বিশালতার ব্যাপ্তি বলতে কেউ বোঝে কালাহারি, কেউ পেঙ্গুইন, কেউ আনন্দবাজার | আমার অবশ্য প্রফুল্ল সরকার স্ট্রীট'র সাদাবাড়ির আনুগত্য almost same to শীতকালের লাললেপ |
(নাহ, ধুর, শীতকালটা এখানে আনা ঠিক হ্য়নি; ওটার পরে আসা উচিত ছিলো, সময়মত)

অনন্তও ঠিকঠাক বুঝতে পারেনি | ওর ধারণা ছিল অরন্ধনের খোকা ইলিশটা সে ঠিক দামেই কিনেছে, যুতসই দরাদরির পরেই | ব্যাটা আঁচ করতে পারেনি যে পিস পিস কাটা আড়মাছ গছিয়ে দিয়েছে ভোলামহেশ, যার নাম তার ব্যাবসায়িক বিষয়বুদ্ধির সাথে বিন্দুমাত্র সাযূয্য ধরণ করে না, বরং উল্টে, অহরহ গঞ্জিকাসেবন ও দশাসই  চেহারা খানিকবত্ enigmatic quality প্রতিস্থাপন করেছে পুরো personalityটায় | ভোলার স্ত্রী অমলা ও সতিন লালী'র ফিরিস্তি বাজারে মুখরোচক বুলি ন্যায় রোজ ফোটে, ঠিক বিগত দিনগুলির মতই | তাই হয়তো অনন্তকে আড় গছিযে দেওয়ায় ব্যাবসায়িক বিষয়বুদ্ধির প্রতিফলন ঘটেছিল না কী লালীর blouse কেন লাল এই চিন্তাতেই মগ্ন মহেশ ভুলবশত গুঁজে দিয়েছিল, তাজা ছিলিমে খৈনি গোঁজার মতই, তা অত্যাবশ্যক তর্কসাপেক্ষ, অলৌকিক এবং তাই বিষুদবার'এর বাছাইকরা জেলাসংবাদে স্থান পেয়েছিল, আনন্দবাজার পত্রিকাতেই |

শীতও সময়মত এল | পেঙ্গুইনদেরও ঠান্ডা লাগছিলো কী না বলা মুশকিল, জিজ্গসা করা হয়ে ওঠেনি | অনন্তের বৌও পোয়াতি হল | জটিল ত্রিকোণমিতি, পাঁচটা ভগ্নাংশ, চৌতিরিশটা differential dialectics, গভীর | অনন্তও ঠিকঠাক বুঝতে পারেনি |

শ্রাবণও ভিজল বর্ষায় | বাষ্প জমল চশমায় | অনন্তের বৌও পোয়াতি হল | এবার বোধহ্য় ভোলামহেশের থেকে আড়, শোল, গেরি-গুগলিও কেনা যাবে না | আজকাল এত চর্বি না, লালীরও যৌবন মাছিমারা বসন্ত, যখন কালশিটে পরে বাত্-মাখা উরুতে, জিঘাংসায় |

ভেড়া চরাতে যাওয়ার সময় খেয়াল হল স্ত্রীলিঙ্গে রামকে নিয়ে গদ্য কে কী রম্যরচনা বলা উচিত? এ যৌনতাহীনতার বাজে লক্ষণ |

বেশ কযেক বছর বাদে '99র Decemberএর শীতএ যখন বাপ ও দুই ছেলে মিলে Rangeelaর dance sequence দেখছিল, তখন প্রকৃতির স্বাভাবিক নিয়মে ছোট ছেলেটি প্যান্টএ হাত ঢোকায়, তার হতবাক্ দৃষ্টি ও দ্রূত হস্তচালনায় পর্দা'র Matondkar ও কিঞ্চীত্ খুল্লামখুল্লা যখন, অনন্ত অন্তিম প্রহর গনে ও কালাহারি-ন্যায় শূন্য দৃষ্টিতে, acrylic পলেস্তরার দিকে ককিয়ে বলে ওঠে, "তোরা বনে যা, আনন্দ কর, বিয়ে কর | "


________________________
Cornerstones : Ramayan , Digression.