Wednesday, October 8, 2014

বিভাজিকার মাঝে পুষে রাখা শহরের অনাদর 
কারোর কামড়ে ধরার আকুতি 
কারোর তীব্র শীত, খুলে ফেলে সব আবরণ 
সুসজ্জিত বিছেহার চুনি সাজে আমোদে পরিহাস করে ধুলোসাফ তোরঙ্গে লালের দ্যুতিশরীর
আজও কেউ পাশ ফেরে আত্মজিজ্ঞাসায় ও উঠে পরে বারান্দায়, তারা শুয়ে, একলা চলাচল
অবসন্নের ঝঙ্কারে ঝরতে থাকা সব রূপ, মায়াপুরুষ, ছিঁড়ে যায় জোনাকি, জেগে ওঠা বরণডালা -  
হাওয়া দেয়, পেখম মেলে আতরের গুড়ো মেখে কোন এক 
অস্থির বিষণ্ণসুন্দরী কাঁদে।। 



_________________
'The Real Dream' SG
Storm. Static. Sleep. 

No comments:

Post a Comment

Your Thoughts ...