Tuesday, January 5, 2016

"এই তো সেই কলকাতা, যার টানে তুচ্ছ হয়ে যায় দেশদেশান্তর। কলকাতায় ফেরা মানে ইতিহাসে ফেরা। কলকাতা এক ক্রমনির্মীয়মাণ প্রকাণ্ড কামারশালা। ডাঁই ডাঁই কালো লোহার পিন্ড। ডাঁই ডাঁই শোক দুঃখ। ডাঁই ডাঁই অসন্তোষ, অবসাদ। আগুন জ্বালাচ্ছে হাপর। পুড়ছে লোহা। পুড়ছে স্বপ্নের সবকিছু, দুঃস্বপ্নের সবকিছু। পুড়ে পুড়ে লাল। অমনি হাতুড়ির ঘা। ঘায়ে ঘায়ে রূপের বদল। ঘায়ে ঘায়ে ঘটনা। ঘায়ে ঘায়ে ইতিহাস। সেই কামারশালায় কয়লা জোগানো আমার কাজ। কয়লা অথবা কল্পনা। কল্পনাকে তাজা করতেই একবার কেন বার বারই ছুটব ইউরোপ, এশিয়া, আমেরিকায়, তৃতীয় বিশ্বের দেশে দেশে, যখন ডাক পাব যেখানে। যাব, কিন্তু থাকব না। ফিরে আসব এখানেই। এই কলকাতায়, এই দুয়োরানীর কোলে, ছেঁড়া কাঁথায়। পৃথিবী সুন্দর, সেটা দেখে সুখ। কলকাতা সজীব-সুন্দর না হলে বাঁচার সুখ দেবে কে? তাই যাব বিশ্বে, থাকব কলকাতায়। "

_____________________
PP

No comments:

Post a Comment

Your Thoughts ...