Sunday, June 15, 2014

দিবারাত্রির শ্রুতিকাব্য

শীতের আলোয় দৃষ্টি মাঝে, মেঘ্মুলুকের আতসকাঁচে
কাঁপে ঝিরি রঙিনপুরের কান্নারা
দুরের সুতোয় আলতো চুপ, বুদ্ধু আমার সোহাগরূপ
ফিরতে থাকে আবার নরম ঘাড় নাড়া।

হাজার শিষের মর্জিনারা, শুকের সারি আত্মহারা
আত্মমগন ছটফটানি 'চল ঝুটো,
দূর হ তোরা' ধমক লাগাই - বাধ্যবিহীন সীমান্তে পাই
পেরিয়ে চলা রক্তে লাজুক শক্ত তাপের সিক্তশীতল হাতদুটো।

তুমি আমি সময়কালের খড়কুটো।।    
    

No comments:

Post a Comment

Your Thoughts ...