বিন্দু বিন্দু বৃষ্টি
মেখে ফিরছি
ঢেউ গুনেছে তিনদুনিয়ার মাস্তল
ঢুলতে থাকা বিদেশিনীর কাপ প্লেট
আলতো চুমুক বিরহে মন আজ তোর
ঢেউ গুনেছে তিনদুনিয়ার মাস্তল
ঢুলতে থাকা বিদেশিনীর কাপ প্লেট
আলতো চুমুক বিরহে মন আজ তোর
আলোর রাজ্যে ঈষৎধন্য
বাৎচিত
কাদার শরীরে জমাট সন্ধে টিপছাপ
ফেরার তাড়ায় রাতজোনাকি অস্থির
বৃষ্টিকে ভিনদেশী বলে জানতাম
কাদার শরীরে জমাট সন্ধে টিপছাপ
ফেরার তাড়ায় রাতজোনাকি অস্থির
বৃষ্টিকে ভিনদেশী বলে জানতাম
পাতার গন্ধে কুহু ডাকল
উল্লাস
দিনযাপনের বারুদ ভিজল না তো
গোপন চিরাগ ফুরফুরে খুব জ্বাললি
পথপেরোনোর হাত যাকে সামলাতো
দিনযাপনের বারুদ ভিজল না তো
গোপন চিরাগ ফুরফুরে খুব জ্বাললি
পথপেরোনোর হাত যাকে সামলাতো
থিতিয়ে কালো উঁচুতলার
কাঁধটায়
কাজলধোওয়া আসমানরং মশগুল
মন্ত্রমুগ্ধে উৎসাহ পায় আব্দার
কোন হাওয়াতে দাপট পেল কার চুল
কাজলধোওয়া আসমানরং মশগুল
মন্ত্রমুগ্ধে উৎসাহ পায় আব্দার
কোন হাওয়াতে দাপট পেল কার চুল
কোন বাঁকেতে বন্দি প্রাচীন
প্রান্তে
অথৈ জলে আদরনৌকা ভাসত
বিন্দু বিন্দু বৃষ্টি মেখে ফিরছি
আবছায়াতে স্পষ্ট হাসি আজ তোর
_________
কালোরাস্তায় কাজলকালো আকাশ। কয়েকফোঁটা। কোরামঙ্গলম।
অথৈ জলে আদরনৌকা ভাসত
বিন্দু বিন্দু বৃষ্টি মেখে ফিরছি
আবছায়াতে স্পষ্ট হাসি আজ তোর
_________
কালোরাস্তায় কাজলকালো আকাশ। কয়েকফোঁটা। কোরামঙ্গলম।