মীমাংসা হোক মাঠের বাইরে, মুখে মধ্যে দিব্বি লেগে প্রেমের স্বাদ
হেডলাইটের বিকেলছবির আর্তনাদে
ঘুমিয়ে পড়ি। জেগেও উঠি, আবেশবিভোর
জলের দরে চুলের বাঁধন - আধখানা আজ, আধখানা তোর
জমানো। লিখতে গেলে অনেকটা পথ
কালি এগোয়। বেতারভাষে কিশোরচিত্ত গড়ছে ইমারত
নরম খোলস, ঈষদুষ্ণ, বুঝবে ঠেলা (একটু খাবি খাক)
ভুল কুড়নোর ইচ্ছেগুলো মাঝরাস্তায় দাঁড়াক দেখি,
তখন চিনবে চেনা কলের জলে নড়ছে বাতাস, চায়ের গেলাস কাঁদছে পালক
স্বান্তনা নেই। বিষাদবাড়ি আমারও হোক
জানি ও আনবেই -
চোখের কালোয় সুদূরকাজল। আনন্দজল। (তাই) আজ
পড়েই দেখি যা কিছু আজ সিলেবাসে নেই।
হেডলাইটের বিকেলছবির আর্তনাদে
ঘুমিয়ে পড়ি। জেগেও উঠি, আবেশবিভোর
জলের দরে চুলের বাঁধন - আধখানা আজ, আধখানা তোর
জমানো। লিখতে গেলে অনেকটা পথ
কালি এগোয়। বেতারভাষে কিশোরচিত্ত গড়ছে ইমারত
নরম খোলস, ঈষদুষ্ণ, বুঝবে ঠেলা (একটু খাবি খাক)
ভুল কুড়নোর ইচ্ছেগুলো মাঝরাস্তায় দাঁড়াক দেখি,
তখন চিনবে চেনা কলের জলে নড়ছে বাতাস, চায়ের গেলাস কাঁদছে পালক
স্বান্তনা নেই। বিষাদবাড়ি আমারও হোক
জানি ও আনবেই -
চোখের কালোয় সুদূরকাজল। আনন্দজল। (তাই) আজ
পড়েই দেখি যা কিছু আজ সিলেবাসে নেই।
No comments:
Post a Comment
Your Thoughts ...