Thursday, May 15, 2014

Reprise

When you are full
Can lick your eyes

Until I can smell them
Happysadness inside 

You fall like a feather
With a room for rhymes 
I wish I was special
So fucking special

But I'm creep

Hello bordello
Head doesn't want a healer/to adhere
What shadows behold 


Don't care of grace
My ultraturn

Work of a palette
Work of eveningburn 
Want you to notice
Am not alone
So fucking special 
I wish I was specialBut I am a creep
All the crude mellow
What the hell is a dream
And dream must I on 

Eh eh yeah
Sleep
Line of fine nine dreams

Sleep
Line of fine nine dreams

Run
Run down across the ---
Run 


Am not too happy
When you are around

So fucking special
Wish I was special
Am no creep

Am no care
The hell imaginin'

I will weather
I will belong here 

____________________
Creep - Radiohead. To the tune.

Thursday, May 8, 2014

মীমাংসা হোক মাঠের বাইরে, মুখে মধ্যে দিব্বি লেগে প্রেমের স্বাদ
হেডলাইটের বিকেলছবির আর্তনাদে

ঘুমিয়ে পড়ি। জেগেও উঠি, আবেশবিভোর
জলের দরে চুলের বাঁধন - আধখানা আজ, আধখানা তোর

জমানো। লিখতে গেলে অনেকটা পথ
কালি এগোয়। বেতারভাষে কিশোরচিত্ত গড়ছে ইমারত

নরম খোলস, ঈষদুষ্ণ, বুঝবে ঠেলা (একটু খাবি খাক)
ভুল কুড়নোর ইচ্ছেগুলো  মাঝরাস্তায় দাঁড়াক দেখি,

তখন চিনবে চেনা কলের জলে নড়ছে বাতাস, চায়ের গেলাস কাঁদছে পালক
স্বান্তনা নেই। বিষাদবাড়ি আমারও হোক

জানি ও আনবেই -
চোখের কালোয় সুদূরকাজল। আনন্দজল। (তাই) আজ
পড়েই দেখি যা কিছু আজ সিলেবাসে নেই।

Sunday, May 4, 2014

দখলজবর পাথালউথাল

তোর যতটা সুরে গাইছে, শানিয়ে নিচ্ছে আদিমের প্রস্তরপ্রান্ত, যারা গজিয়ে আছে শার্সির রক্তশরীরে, শুয়ে বসে পলেস্তারা চাটছে, আবার হাঁকরে বেড়াচ্ছে জমা জলের মিহি স্বপ্নসম্ভার, সাদা শিষে ঘামের দাগে, আলগা হয়ে আসা খড়ে আবার প্রাচ্যের গ্যাসোলিন, স্বাভাবিক নখের ওপর কানের ওপর আলোর বিষের ওপর গোলাপবাগিচা, স্ট্রবেরীরঙা সন্ধে নামার সাথে সাথেই আরক্ত

তোর ঘনিয়ে আসা কোলবালিশের তীব্রতা, তোর খুলে রাখা কালো চামড়ায় অপরিবর্তনশীল ইতিহাস, কাঁধ থেকে ঝুলে যাওয়া অনেকটা অনেকটা ওড়না নাই বা উড়ল ছেলেগুলোর মুখ তাক করে, চেপে ধরে থাক বজ্রমুঠি এক্ষুনি এক্ষুনি ঐ নরম শব্দের বাঁকগুলোতে আর আমার ইতিউতি পেঁজা তুলো, ধুলোর ধুলো, আমের টক, ফরসা বাসনকোসনে, ঝুলবারান্দায় করুণা তুলে রাখগে যা, লাই দিবি পরিচিত কুত্তাদের

তোর খুব আগেকার পঞ্চম সূর্যের শালীনতা তাক করে ছুঁড়ে মারা অবিশ্বাস যখন কেউ কোনদিনও শুঁকবে, তখন তার শীত করবে কর্কশ, তারিফ জানাবে দূরপাল্লার নেগেটিভ থেকে ডেভালপ করা কোন এক ভিন্টেজ যেখানে বাদামি অন্ধকারে তুই হাঁটতে চেয়েছিলিস, পারিসনি, কারণ ঘুণপোকারা আজও সজাগ, পেয়ারাওয়ালারা টেটিয়া, আমার নীল পাঞ্জাবি তোর অভিজ্ঞতায় নোনা ধরাতে পারেনি বুজরুকি ওমে

তোর খোলা শরীরের সীমানায়, যেখানে আমার সত্যিই কিছু করার থাকে না, শ্লোকের মতো, শামুকের মতো, সেপিয়ার মতো, শিহরনের মতো, সততার মতো খেলা করে আনমনা, লাঞ্ছনা - আর সে দৌড়তেই থাকে, দৌড়তেই থাকে দৌড়তেই থাকে চিলচিৎকার - আর আমার সত্যিই কিছু করার থাকে না। 

Friday, May 2, 2014

ওদিকের ওভারব্রিজ

ঐ বিঘে দুই, চড়াই শালিক, সামুদ্রিক, অপার যে
কপাল ঘেঁষে নামলো শরত আলতো ফিরে তাকাচ্ছে

পারতপক্ষ হাতের নখকে ডরাই, তবু খামচিয়ে
ক্রেয়ন ভাঙ্গা - ফরসা জামায় বৃষ্টি লিখে আনছি হে

'দরওয়াজা খোল!' চাবুক বোতলে গিলছি খানিক পরন্তাপ
কহ হে কান্তি, কহ হে কান্তা রাংতালাজুক সীমান্ত

সিঁড়ির নিচে ট্রেনের লম্বা ভয়ের ভিড়, হাড় কাটা
ধরতে পারার আংটি পরাই, দইয়ের ফোঁটা তারিখটায়

বাচনবানী টেক্কা রানী সাহেব গোলাম সন্ধে ভোর।
নৌকাডুবি শীতলশেষে। চোখ ধুয়ে দেয় আদরচোখ

ঘোর মহীয়ান, সান্ডো-সমান, তন্ত্রমন্ত্রনিপাতযোগ
বল পরিখা, টপকাবি আর? পলকা ঠোঁটে কি ভাবছ? 

Thursday, May 1, 2014

Where slightest exhalations diffuse 
my hidden desire falling off from the cliff only to be kissed by the silent shores on the nape
and so thrilled that you sew your senses to survive the significance on the skins of your eyes
much like crashing waves of my serenity and sense
then we have drifted deep 
redder, dissolving 
far from any refuge.