Friday, December 27, 2013

ছায়াহীন

(WC)

বিদেহীর রন্ধনযজ্ঞে কিছু প্রাচীন উপকরণ গলছে। এই রক্তিম স্বাদ, রক্তিম মেদুরতা, রক্তিম চিতার উজান প্রয়াস শঙ্খচিলের আদিমতাকেই বহুবর্ণ উস্কে দিচ্ছে, বা চিরাচরিত ক্ষয়িষ্ণুতার নবদর্শন। এই যে একে একে শালপ্রাংশু নিস্তব্ধতা আবার বিদীর্ণ আয়ুর শেষঘ্রাণ, চোখের কোল ও মুকুটের মণিমন্ডনে জড় হয় ক্ষণস্থায়ী বালির চিকচিক, বা অদৃশ্য শোভাসম্ভারে উড়ে যাচ্ছে স্বর। নিখুঁত আবশ্যিকতার মতই কালচে, স্রেফ দাম্ভিক উন্নাসিকতার পরিমাপ। জরাজীর্ণ পরিসরে ক্ষীণতর দৃশ্যমানতা - উড়ন্ত সব জোকার, পুতুল। ওরা পেছনে হেঁটে যুদ্ধ করে। হায় রে পশ্চাদগামী! বিন্দু বিন্দু জমাট বিকল্প চিন্তাধারা, টাল খায় চূড়ান্ত ভ্রান্তলিপি। ধারালো অস্ত্র খুঁজেছে, তপ্ত অনল-গরল খুঁজেছে, কঠিন শক্তিস্পর্ধা খুঁজেছে। শুধু চোখ তুলে দেখেনি মরুভুমে ওপ্রান্তে কখন একলা দাঁড়িয়েছে দিপ্ত অচিন্ত্য রূপনির্যাস। ভেবেছিল অন্ধকার ঘনাবে, কিন্তু কাব্য আর বাস্তবের দূরত্বে থাকে নিয়তির হাহাহোহো, চিরসত্য অপরিণামদরশিতা এবং মৃত্যুদেবের শতছিন্ন ফুটিফাটা বহুরূপ।

________________________________
A Man Who Casts No Shadow In The Valley of War

No comments:

Post a Comment

Your Thoughts ...