ডানে মেঘমল্লার, আর বাঁয়ে ফটিকচন্দ্র
সন্ধেবেলার পাপরি-চাটে ভিক্টোরিয়ার গন্ধ
তেমনি বুঝে মুক্তি খোঁজে ভোরসাভেরার পিত্তি
ধুন সেধেছে বেগম বাহার, কুলকুচি নিমিত্তি
ঘেউ জেগেছে নিয়ম-মাফিক, দুধ রেগেছে চিল্লিক
দেওয়াল জোড়া প্রাচীন পোকা, নেটে পরম বিল্লি
রাত্রি নামে বর্ধমানে, অঝোরধারার পশলা
নিম্নচাপের গরম হাওয়া, দেদার রঙের মশলা
কাঙালকাতর, পয়লা ভাদর, হলদে আলোর তাপ
চিনবি কিনে, সেফটিপিনে, বিচ্ছিরি কিংখাব
ঢের দেখেছি অক্ষরমিল, শরীর ভাঁজের স্নান
ঢিল ছুঁড়েছি অসাবধানে বিশ্বামিত্র-জ্ঞান
এই ডাঙ্গাতে কালবেলা, আর হাজার ধাঁচের কিন্তু
ঐ ডাঙ্গাতে কুলুঙ্গি ঠাই, বিষাদ বানীর সিন্ধু
সদ্য জ্বরে ভেংচে মরে মনফকিরার যক্ষ
দপদপিয়ে জ্বলুক তবে আলগা উপলক্ষ
দাপিয়ে বেড়াস, কুড়িয়ে খানিক বক্ষসুখের ঝিনুক
চলুক তবে সুরপেয়ালা, মরনওয়ালা , আদর-জ্বালা,
আব্ডালে সে খুশির রাস্তা চিনুক ।
সন্ধেবেলার পাপরি-চাটে ভিক্টোরিয়ার গন্ধ
তেমনি বুঝে মুক্তি খোঁজে ভোরসাভেরার পিত্তি
ধুন সেধেছে বেগম বাহার, কুলকুচি নিমিত্তি
ঘেউ জেগেছে নিয়ম-মাফিক, দুধ রেগেছে চিল্লিক
দেওয়াল জোড়া প্রাচীন পোকা, নেটে পরম বিল্লি
রাত্রি নামে বর্ধমানে, অঝোরধারার পশলা
নিম্নচাপের গরম হাওয়া, দেদার রঙের মশলা
কাঙালকাতর, পয়লা ভাদর, হলদে আলোর তাপ
চিনবি কিনে, সেফটিপিনে, বিচ্ছিরি কিংখাব
ঢের দেখেছি অক্ষরমিল, শরীর ভাঁজের স্নান
ঢিল ছুঁড়েছি অসাবধানে বিশ্বামিত্র-জ্ঞান
এই ডাঙ্গাতে কালবেলা, আর হাজার ধাঁচের কিন্তু
ঐ ডাঙ্গাতে কুলুঙ্গি ঠাই, বিষাদ বানীর সিন্ধু
সদ্য জ্বরে ভেংচে মরে মনফকিরার যক্ষ
দপদপিয়ে জ্বলুক তবে আলগা উপলক্ষ
দাপিয়ে বেড়াস, কুড়িয়ে খানিক বক্ষসুখের ঝিনুক
চলুক তবে সুরপেয়ালা, মরনওয়ালা , আদর-জ্বালা,
আব্ডালে সে খুশির রাস্তা চিনুক ।
No comments:
Post a Comment
Your Thoughts ...