থুতুর মত ছিটকে থাকা আণবিক বিষ না কি
স্তব্ধতার শুকনো লাশ স্বাভাবিক অশ্লীলতায় ঘেমে উঠেছে, ঠিকরে পড়ছে নাছোরবান্দা দ্রাঘিমায়
নির্বিকার চিত্তে গুনে রেখেছে শ্রাবণের কালঘাম
তাকে যতই বোঝাবে সমুদ্রের স্বাদ নেই, রাগ নেই, কুটকুট্ লালচে গাঢ় মলিনতা নেই স্তনাধারে, উপচে ওঠা দুধের মতো
বেপরোযা, বেল্লিক
বা খবরকাগজের খুদে খুদে বয়ে চলা Esplanadeএর ভরাট ভরাট ঘ্রাণ, জ্বালাতন শিরার ভাঁজে
ঘষে তোলা নাদি পাপোশের ওপর থেকে, আলগোছে খুঁটে খাবে যে যেমন পাবে .
_____________________________
" হিজরের ঘাম, periodএর ন্যাকরা ছাড়া স্বশুদ্ধি হয়েনি হবে না তাই যতেক রমণী আছে বেশ্যা কিংবা চেনা প্রতেকের নামে নামে একটি করে হস্তমৈথুন মানত করলুম "
No comments:
Post a Comment
Your Thoughts ...