Saturday, February 14, 2015

দুঃসম্পর্ক

কাঁচ দিয়ে দাগ কাটো ফেঁপে ওঠা পলেস্তারায় চামড়ায়; দেমাকি বীজগুড়ি যেরূপ আরাম প্রত্যাশা করে নখের কাছে। ছড়িয়ে দেওয়া চালের দানা, ট্যালট্যালে গালা ফ্যানের যৌবন অস্থির পাকস্থলীর কাছে যেমন, তেমনই। ফিনকি দেওয়া বারুদঝাঁঝে যতটা প্রশ্রয় ও পাপবোধ খেলা করে - শীৎকারে সুমধুর শোণিত সজ্জায় রাগ ও তৃপ্তি। ঠোঁটের কার্নিশ চেটে হায় সে আকুতি - আমি তো নোনাস্বাদ চিনিনি, আস্বাদ করিনি মিষ্টতার পরাগ। গোলাপবাগিচা রক্তাক্ত, সুদীর্ঘ বহু পক্ষকাল। কার সুখ বা কার ক্ষতির দস্তাবেজ এসব, শুধু কল্পনা ও স্রেফ কল্পনার কারুকার্য। চৌকাঠ পার হও, প্রাত্যহিক অপমানিত হও নিজের খামতির কাছে। জাগরুক হয় অনর্গল বমনেচ্ছা। বুদ্বুদন্যায় ন্যাড়া প্রশ্নাবলী। কে মেলাবে ডান ও বাম? আকাটমুখ্যু পালকছোঁওয়া তাকে পথ চিনিয়েছে। আবছায়া বিভঙ্গ তার আর্তি ও উল্লাস - বাড়ি ফেরার শেষ ট্রাম। ব্রহ্মচর্যের জীবিত চাউনির কাছে পরাভূত হয় তমসা ও পিপাসা। শীতকাল আসে, সুপর্ণাও। বা কোনও নিরুদ্দেশের চৈতালি চকমকি। এই নিরন্তর ট্রাপিজ খেলায় দুলতে থাকে বাকরুদ্ধ, অস্পষ্ট - স্বমেহনের নন্দিত নরকে ফিরতেই থাকে।    
______________________
ISI - Penfight'15. 
Most of the times, if not always, I stood blank, comprehending the scene for hours. rains washed, cars fumed, passed, days died. The deserted platforms reeked familiarity as seconds trickled. The echoing cafetarias were baffled by my altruistic hopes. The silent benches in those stagnant airs smirked at my naivete - oh sense, innocence!

I pretended to savour the stormy skies while stars were slowly decaying into futility. Probably you were fending off a leper. How possibly could I humor you? 

So change of vistas. this is my barefoot fealty to your priorities, and lovelessness. What is the opposite of acquaintance? in a tribute to your sense of reason, our paths will be parallel. i won't ask for those million trembling midnights, Dylan's poems and caramel touches, but plans of riding out into the moonlight on the streets of Vienna would never be the same. 

Friday, February 13, 2015

কাঁটা

দ্বিখণ্ডিত বলে ভুল করলে চলবে না, মাথায় গভীরধ্বনি চন্দ্রবিন্দুর উপস্থিতি আছে ব্বাপ! ফল, মাথা, ক্লাস, বিপদ প্রভৃতি পেরিয়ে যখন বিঁধল - গলায়, আঙ্গুলে, তখন বিল্লি চিল্লাল 'ম্যাও', মালি পাকড়ালো 'ধরেছি!' জীবন একমাত্রিক নয়, বহু ঘাতপ্রতিঘাত, কখনই সমান মন্দিরায় বাজে না, পথে পদে পদে বিপদ অটো, খানাখন্দ, জটিল ভগ্নাংশ। চিলিচিকেনের বাইরেও যে প্রাণাঘাতি কাঁটা হ্যাজ, শরদিন্দু না হলে কে শেখাত সে কি সুমহান রহস্য। অযত্নে লালিত ঝাড়বন থেকে দামি restaurentএ cutletএর ওপর অনভ্যাসের কাটাকাটি, অন্তে fail এবং অবশ্যই মোলায়ম শীতের ল্যাদাড়ুস past-time - কে মেলাবে? শত্রু বিনাশে দুর্ধর্ষ brainwave প্রতিপক্ষ ভাবেইনি, lastএ সব flat - আপনি আকেলা শের... তাই ইলিশের শয়তানি প্রেমিকার হৃদয়হীনতা পেরিয়ে প্রশ্নটা উট এবং ক্যাকটাসের, তখন কৈশোরের চটুলচমক Shefali Zariwalaর বর্তমান নিতম্বের সুডৌলতা সম্বন্ধে বুক ফালাফালা হয়।      

Wednesday, February 4, 2015

আমাদের যাবতীয় কুচকাওয়াজ যখন ধীরলয় ও নির্বিবাদ, দ্রিমি কাঁপে বেশ্যার নাভি, তার গ্রিবায় তাক করা পরিস্রুত রক্তপেচ্ছাপে নিজের ঘাড়ে মুখে ছিটে লাগাই, ঋতুর কানাচে খেলা করে রঙ্গিনমীন ও স্বর্ণমরাল, তৈলাক্ত বাকদ্বারে অশালীন পাঁচফোড়ন কি সুস্বাদ, সান্ধ্য লকপকে পুষ্পসম্ভারে আলোবাল্বে সহাস্য জুঁইফুলের চক্রাকার ল্যোরেল অপেক্ষা করে এবং অবশেষে অভুক্ত উঠে যায় চোরকাঁটার শহিদবেদিতে।

 
________________________
Be with and without me - moonasi.