নেশা
----------
চাঁদ জাগা রাতে এক গলিতে
অচেনা রাগ চেনা আর শোনাতে
কুকুরের গলা ফাটা চিৎকার
আমি বলি ধুত তেরি হাহাকার
ছায়া বলে আমি নেই আমাতে
ঠিক ঠিক চলে যাবো বাড়িতে
বাড়ি বাড়ি পাড়া জুড়ে হাজারে
এলোমেলো ক্লান্ত আমি বাবা রে
ঠিকানা যাক আজ রাতে হারিয়ে
এক পা করে দিচ্ছি পা বাড়িয়ে
নেশা নেশা ঘুম চোখে আমি যে
ছায়া বলে রাজা তুমি জানো কে
কোন ঘরে জ্বলা আলো নিভে যায়
কে জাগে এত রাতে কি যে গায়
মেঘ নদীতে নষ্ট চাঁদ মুখ ঢাকে
অন্ধকারে দুষ্টু হাসি কে ডাকে
______________________________________________________
নগর ফিলোমেল
---------------------
একদিন সুতানুটি ছেড়ে ডানা মেলে উড়ে গেছি তারাভরা আকাশের নীচে
সেই থেকে প্রতিদিন সে শহরে চোখে পরে
প্রাণহীন তোমাদের মুখ
বোঝো না কেন যে মিছিমিছি ঘরে তুলে নিয়েছ অসুখ
নগর ফিলোমেল
পায়রা আতর মেখে হারিয়েছে আকাশে
টাকার তৈরি ঘুড়ি কেটে গেছে বাতাসে
ধীরে ধীরে এইখানে দেনা বেড়ে ঘুন ধরে
ভেঙ্গে পড়ে আর কাঠ শ্যাওলা ইটের দেওয়াল
আর অবিরাম গড়ে চল দিকহীন শহর চাকা
আসে যায় বারবার শুক-শনি-রবিবার খুঁজে ফেরো পরশপাথর
লটারিটা বেচে মোরা বলি দাও পাঁঠাজোড়া তবু সুখ মেলা ভার শুক-শনি-রবিবার
আমরা গান গাই যে সুরে সেই সুর বাজে সারা প্রাণ জুড়ে
যত অসুখ এসে সুর হয়ে যায়
মিছে শুধু খুঁজে ফেরো পরশপাথর
নগর ফিলোমেল
___________________________________________________