Monday, November 24, 2014

'Crawl into your arms
Become the night forever
Coiled and close, the moment froze
Deform to form a star
Here on earth together
I got time to share and a well used stare'

'The way we uncoil
Return to the soil
Flaws are everything and chaos reigns'

Saturday, November 22, 2014

নেশা
----------

চাঁদ জাগা রাতে এক গলিতে
অচেনা রাগ চেনা আর শোনাতে
কুকুরের গলা ফাটা চিৎকার
আমি বলি ধুত তেরি হাহাকার

ছায়া বলে আমি নেই আমাতে
ঠিক ঠিক চলে যাবো বাড়িতে
বাড়ি বাড়ি পাড়া জুড়ে হাজারে
এলোমেলো ক্লান্ত আমি বাবা রে

ঠিকানা যাক আজ রাতে হারিয়ে
এক পা করে দিচ্ছি পা বাড়িয়ে
নেশা নেশা ঘুম চোখে আমি যে
ছায়া বলে রাজা তুমি জানো কে

কোন ঘরে জ্বলা আলো নিভে যায়
কে জাগে এত রাতে কি যে গায়
মেঘ নদীতে নষ্ট চাঁদ মুখ ঢাকে
অন্ধকারে দুষ্টু হাসি কে ডাকে

______________________________________________________


নগর ফিলোমেল
---------------------

একদিন সুতানুটি ছেড়ে ডানা মেলে উড়ে গেছি তারাভরা আকাশের নীচে
সেই থেকে প্রতিদিন সে শহরে চোখে পরে
প্রাণহীন তোমাদের মুখ
বোঝো না কেন যে মিছিমিছি ঘরে তুলে নিয়েছ অসুখ

নগর ফিলোমেল

পায়রা আতর মেখে হারিয়েছে আকাশে
টাকার তৈরি ঘুড়ি কেটে গেছে বাতাসে
ধীরে ধীরে এইখানে দেনা বেড়ে ঘুন ধরে
ভেঙ্গে পড়ে আর কাঠ শ্যাওলা ইটের দেওয়াল

আর অবিরাম গড়ে চল দিকহীন শহর চাকা

আসে যায় বারবার শুক-শনি-রবিবার খুঁজে ফেরো পরশপাথর
লটারিটা বেচে মোরা বলি দাও পাঁঠাজোড়া তবু সুখ মেলা ভার শুক-শনি-রবিবার

আমরা গান গাই যে সুরে সেই সুর বাজে সারা প্রাণ জুড়ে
যত অসুখ এসে সুর হয়ে যায়
মিছে শুধু খুঁজে ফেরো পরশপাথর

নগর ফিলোমেল


___________________________________________________



Friday, November 21, 2014

'Tongue-tied and twisted, just an earth-bound misfit, I'

Thursday, November 20, 2014

The bodies entwined in some kind of passion, played out by the sweat of the night. Fearless were the bites dug in, Were they seeing each other, or was the passion driving them to do things. Like gnawing and grasping, tugging and tapping. The freckles against the smoothed hair. The fluidity against stop-continuum of time. But that was dark. Does it change if they are blindfolded and it was all light?  

Thursday, November 13, 2014

কিছু তো প্রত্যয় থাকে (যেমন যার) -
তুই প্রলাপ পাঠালি
(তাই সই) ওড়া নীল পাপড়ি বয়ামে জমাই। যত্নে আকাশপ্রদীপ জ্বালি।

রাংতায় মোহময়ী তারাদের শুকরগুজার
চিকিচিকি স্বপ্ন। জোছনার সৈকতে একরাশ অবক্তব্য, রাতগন্ধ, বালি।

হাতে হাত রাখি, অস্থির শিরায় জলপরী। নিচে জড়তার মাটি, ওপরে আঁধারের চালাকি।

মোটামুটি আনমনা রোদ আমার,
দুছটাক বারিশ - কেউ কোত্থাও নেই - সাতরং হয়ে জন্মালি। 

Sunday, November 2, 2014

"স্টেটসম্যানে একজন জারনালিস্ট ছিল, ভালো লিখত, নাম ছিল বুড়োশিব দাশগুপ্ত।"